নিজের প্রাপ্য অ্যাওয়ার্ড বাতিল হয়ে যাওয়ার ঘটনাটি প্রথমবারের মতো প্রকাশ্যে আনলেন জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। সম্প্রতি ‘ফ্রাইডে নাইট উইথ জায়েদ খান’ নামের এক অনুষ্ঠানে অংশ নিয়ে তিশা জানান, তারই এক সিনিয়র সহকর্মীর কারণে তাকে একটি পুরস্কার থেকে বঞ্চিত হতে হয়।
তিশা বলেন, ‘আমার এক সিনিয়র সহকর্মী আয়োজকদের ফোন দিয়ে বলেন, আমি যদি পুরস্কার পাই, তিনি পুরস্কার নেবেন না। পরে আয়োজকেরা আমাকে ফোন দিয়ে জানায়, আমাকে পুরস্কার দেওয়া হবে না। পরে দেখি, সেই সহকর্মী দুইটা পুরস্কারই নিজে নিয়েছেন।’
তিনি আরও বলেন, ‘আমি জানি না, হয়তো তিনি ভেবেছেন, তিনি দুইটা পুরস্কারই ডিজার্ভ করেন। তিনি নিয়েছেন, দ্যাটস ফাইন।’
অভিনেত্রী আরও বলেন, ‘আমি আমার প্রতিটি সহকর্মীকে জানার চেষ্টা করি, এটা কেবল বলার জন্য বলছি না। তবে যখন এ রকম কিছু দেখি, তখন ভাবি, হোয়াই ইজ দ্যাট? ওই জায়গা থেকে আমি খুব শকড হয়েছিলাম, কিন্তু ঠিক আছে।’
উল্লেখ্য, নিউইয়র্ক থেকে সম্প্রচারিত নতুন এই অনুষ্ঠানটি ‘ঠিকানা’ নামের প্রবাসী বাংলা গণমাধ্যমের উদ্যোগ। এতে প্রতি শুক্রবার নতুন তারকাদের সঙ্গে আলাপচারিতায় হাজির হন জায়েদ খান।
আপনার মতামত লিখুন :