পর্দার বাইরে তারকাদের নানা শখ থাকে। কেউ ভালোবাসেন পাহাড়, কেউ সমুদ্র, কেউ আবার মজে থাকেন বন্যপ্রাণীর অদ্ভুত টানে। ওপার বাংলার ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা ক্রুশল আহুজা যেন সেই তালিকায় এক নতুন মাত্রা যোগ করলেন। থাইল্যান্ডে ঘুরতে গিয়ে তিনি প্রেমে পড়লেন এক বিশাল সাপের! শুধু তাই নয়, সাপটিকে গলায় জড়িয়ে দিব্যি ঘুরেও বেড়ালেন তিনি।
বর্তমানে হিন্দি ধারাবাহিকের শুটিংয়ে মুম্বাইয়ে ব্যস্ত সময় পার করছেন ক্রুশল। কাজের ফাঁকে কিছুটা ছুটি পেয়েই তিনি পাড়ি জমিয়েছেন থাইল্যান্ডে।
কয়েক ঘণ্টার বিমানযাত্রায় পৌঁছানো যায় বলে বাংলাদেশের ও পশ্চিমবঙ্গের তারকাশিল্পীদের কাছে থাইল্যান্ডের পাট্টায়া ও ফুকেত বরাবরই জনপ্রিয় গন্তব্য। ক্রুশলও সেই সুযোগ কাজে লাগিয়েছেন।
সম্প্রতি থাইল্যান্ডের একটি ক্লাবে তাকে দেখা গেছে বেশ খোশমেজাজে। সেখানে একটি সাদা-হলুদ ডোরাকাটা বিশাল অজগর গলায় ঝুলিয়ে হাসিমুখে ঘুরে বেড়াচ্ছিলেন তিনি। এই ঘটনার একটি ভিডিও পোস্ট করে ক্রুশল ক্যাপশনে লিখেছেন, ‘আমি জানি কীভাবে সাপ সামলাতে হয়।’ বোঝাই যাচ্ছে, সাপের প্রতি তার ভালোবাসা নেহাতই কম নয়।
ক্রুশলের এই সাপের প্রতি ভালোবাসা নতুন কিছু নয়। এর আগেও টলিউডের আরেক জনপ্রিয় অভিনেতা দিব্যজ্যোতি দত্তকে একইভাবে সাপ নিয়ে ছবি তুলতে দেখা গেছে। শুধু তাই নয়, টলিউডের আলোচিত পরিচালক সৃজিত মুখার্জির বাড়িতে তো পোষা সাপের জন্য আলাদা ঘর পর্যন্ত আছে।
কয়েক মাস আগে দিব্যজ্যোতি দত্তও সাপের প্রতি তার ভালোলাগার কথা জানিয়েছিলেন। তিনি বলেন, ‘সৃজিতদার মতো কি না জানি না, ছোট থেকে আমার সাপ খুব পছন্দ। একবার কিনব বলে এক বিশেষ প্রজাতির সাপ পছন্দও করে ফেলেছিলাম। মায়ের বকুনি খেয়ে শেষে আর ওই পথে হাঁটিনি।’