জাপানি প্রাক্তন পর্ন তারকা রায়ে লিল ব্ল্যাক, যিনি মূলত ‘লিল ব্ল্যাক’ নামে প্রাপ্তবয়স্কদের ছবিতে অভিনয় করতেন, সম্প্রতি ধর্মান্তরিত হয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। এখন তিনি নূরে ইস্তেকবাল নামে পরিচিত।
লিলের মতে, জীবনে অর্থ ও খ্যাতি থাকা সত্ত্বেও তার মনে ছিল শূন্যতা, যা পূরণ করতে তিনি নতুন পথ বেছে নিয়েছেন।
তার দাবি, মালয়েশিয়ায় এক বন্ধুর সঙ্গে সাক্ষাতের সময় মনস্তাত্ত্বিক পরিবর্তন এসেছে এবং ২০২৪ সালে ইসলাম ধর্ম গ্রহণের পর আল্লাহর সঙ্গে তার সংযোগ স্থাপিত হয়েছে।
সম্প্রতি তিনি কুয়ালালামপুরের শ্রী সেন্দায়ান মসজিদের সামনে রোজা পালন ও বোরখা পরে রমজানে অংশগ্রহণের ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। বর্তমানে তিনি ইনস্টাগ্রাম ও টিকটকে কন্টেন্ট তৈরি করছেন।
তবে তার এই পরিবর্তন নিয়ে নেটিজেনদের মধ্যে মতবিভেদ রয়েছে; কেউ এটি জনপ্রিয়তা পাওয়ার প্রচেষ্টা বলে মনে করছেন, আবার কেউ সমর্থন জানাচ্ছেন।
এসব সমালোচনার জবাবে নিজেই একটি ভিডিওতে লিল বলেছেন, ‘আমি জান্নাতে যাব কি না বা আমার পাপ ক্ষমার যোগ্য কি না, সেটা তোমাদের বিচার করার বিষয় নয়।’
আপনার মতামত লিখুন :