অভিনেতা সমু চৌধুরীকে রাতে স্বপ্নে দেখেছেন আরেক অভিনেতা খায়রুল বাসার। বুধবার (৯ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, ‘রাতে সমু চৌধুরী ভাইকে স্বপ্নে দেখলাম। আমাকে দেখে ভীষণ আপ্লুত হলেন জড়িয়ে ধরলেন। তারপর ঘুম ভেঙে গেল!’
খায়রুল বাসার লেখেন, ‘মানুষটা জীবনানন্দের ভক্ত। ম্যাসেঞ্জারে কবিতা আবৃত্তি করে পাঠান, আমি ভীষণ প্রশংসা করি।’
আবেগঘন পোস্টে তিনি আরও লেখেন, ‘ভাবছিলাম ঢাকায় ফিরে দেখা করব ভাইয়ের সঙ্গে। কেন এত আনন্দ বেছে নিলেন, কেন ঘরে ফিরছেন না, দেখা হলে জিজ্ঞেস করব। এদিকে উনি চলে গেলেন বরিশালের কোনো এক গ্রামে! মুগ্ধতা নিয়ে সেই গ্রামের আলো-বাতাস-গাছপালার গল্প বলছেন!’
পোস্টের সবশেষে খায়রুল বাসার তার ‘সমু ভাইয়ের’ দিন সুন্দর কাটুক এমনটাই প্রত্যাশা করেছেন।
উল্লেখ্য, গত ১২ জুন ময়মনসিংহের গফরগাঁওয়ের মুখী শাহ মিসকিনের মাজারে অবস্থান করার সময় ভাইরাল হন মঞ্চ, টিভি এবং সিনেমার জনপ্রিয় অভিনেতা সমু চৌধুরী। এরপর পুলিশ ও সেনাবাহিনীর সহায়তায় পরিবারের সঙ্গে ঢাকায় ফেরেন অভিনেতা। ভাইরাল ভিডিওতে দেখা যায়, ময়মনসিংহের গফরগাঁওয়ের মুখী শাহ্ মিসকিন মাজারের পাশে থাকা গাবগাছের নিচে শুয়ে আছেন সমু। খবর ছড়িয়ে পড়লে দ্রুত ব্যবস্থা নিতে শুরু করে অভিনয়শিল্পী সংঘের দায়িত্বপ্রাপ্তরা।
আপনার মতামত লিখুন :