শনিবার, ১২ জুলাই, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


রূপালী ডেস্ক

প্রকাশিত: জুলাই ১২, ২০২৫, ১২:৩৫ পিএম

কার কোলে জয়া?

রূপালী ডেস্ক

প্রকাশিত: জুলাই ১২, ২০২৫, ১২:৩৫ পিএম

নতুন ছবির ফটোশুটে জয়া।   ছবি- সংগৃহীত

নতুন ছবির ফটোশুটে জয়া। ছবি- সংগৃহীত

জয়া আহসান এখন আছেন ওপার বাংলার আলোচনায়, আর সেই আলোচনার কেন্দ্রে রয়েছে তার নতুন সিনেমা ‘ডিয়ার মা’। সম্প্রতি দ্য টেলিগ্রাফের ফটোশুটে জয়ার সঙ্গে ঘনিষ্ঠ ভঙ্গিতে দেখা গেছে অভিনেতা চন্দন রায় স্যানালকে।

ছবিতে দেখা যায়, জয়ার মাথা চন্দনের কাঁধে রেখে কোলে বসে আছে- যা দেখে অনেকেই প্রশ্ন করছেন, ‘কার কোলে জয়া?’ এই রোমান্টিক ছবিটি মূলত ‘ডিয়ার মা’ সিনেমার প্রচারের অংশ হিসেবেই তোলা হয়েছে।

এই দৃশ্য দেখে নেট দুনিয়ায় অনেকে বিস্ময় প্রকাশ করছেন, কেউ কেউ আবার জয়ার রোমান্টিক লুকে মুগ্ধও হয়েছেন। তবে ব্যক্তিগত নয়, এটি একান্তই পেশাগত প্রচারমূলক আয়োজন।

এই ছবির মাধ্যমে প্রথমবার চন্দন রায়ের সঙ্গে কাজ করেছেন জয়া। সিনেমাটিতে রয়েছে দুজনের বেশকিছু ঘনিষ্ঠ দৃশ্যও।

এ নিয়ে জয়ার বক্তব্য, ‘আমার কিছুই মনে হয় না। কারণ, এ রকম দৃশ্যের জন‌্য খুব কমফোর্ট জোন তৈরি করা হয়েছিল। আর জানতাম টোনিদা খুব অ‌্যাসথেটিক‌্যালি শুট করবে। ফলে আমার চেয়ে অনেক বেশি চিন্তা ছিল টোনিদার, আমি একেবারেই চিন্তা করিনি।

তবে অনিরুদ্ধ রায়চৌধুরীর পরিচালনায় এটি জয়ার দ্বিতীয় সিনেমা। এর আগে এই নির্মাতার ‘কড়ক সিং’ দিয়ে বলিউডে অভিষেক হয় জয়া আহসানের।

অভিনেত্রী জানান, ‘ডিয়ার মা’ ছবির চিত্রনাট্য তিনি পেয়েছিলেন নিজের জন্মদিনে, পরিচালক অনিরুদ্ধ রায় চৌধুরীর উপহার হিসেবে।

এদিকে, ওপার বাংলায় জয়ার আরও কিছু সিনেমার খবর পাওয়া গেছে। সম্প্রতি তিনি শেষ করেছেন কৌশিক গাঙ্গুলির ‘আজও অর্ধাঙ্গিনী’র শুটিং।

এ ছাড়াও আগামী ১ আগস্ট মুক্তি পাচ্ছে মানিক বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস অবলম্বনে নির্মিত ‘পুতুল নাচের ইতিকথা’।

রূপালী বাংলাদেশ

Shera Lather
Link copied!