বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


বিনোদন ডেস্ক

প্রকাশিত: জুলাই ১৬, ২০২৫, ১০:১৯ পিএম

পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করছেন অরিজিৎ সিং

বিনোদন ডেস্ক

প্রকাশিত: জুলাই ১৬, ২০২৫, ১০:১৯ পিএম

সংগীতশিল্পী অরিজিৎ সিং। ছবি- সংগৃহীত

সংগীতশিল্পী অরিজিৎ সিং। ছবি- সংগৃহীত

নিজ কণ্ঠের জাদুতে বছরের পর বছর কোটি মানুষের মন জয় করেছেন অরিজিৎ সিং। এবার সেই জাদু দেখাতে চলেছেন ক্যামেরার পেছনেও। ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে জানানো হয়েছে, কিংবদন্তি এই সংগীতশিল্পী এবার পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছেন।

জানা গেছে, অরিজিতের প্রথম চলচ্চিত্রটি হবে একটি ভিন্নধর্মী জঙ্গল অ্যাডভেঞ্চার, যা প্যান-ইন্ডিয়া মুক্তি পাবে। বহুদিন ধরেই পরিচালনার স্বপ্ন দেখছিলেন তিনি, এবার সেই স্বপ্ন বাস্তবে রূপ নিতে চলেছে।

প্রতিবেদন অনুসারে, এই ছবির গল্প অরিজিৎ লিখেছেন তার স্ত্রী কোয়েল সিংয়ের সঙ্গে যৌথভাবে। ছবিটি প্রযোজনা করছে মহাবীর জৈন ফিল্মস ও আলোকদ্যুতি ফিল্মস, এবং সহ-প্রযোজনায় থাকছে গড ব্লেস এন্টারটেনমেন্ট। চলচ্চিত্রটিতে প্রকৃতি ও মানুষের মধ্যে এক গভীর সংযোগ তুলে ধরা হবে।

সিনেমা বিশ্লেষক তরণ আদর্শ সোশ্যাল মিডিয়ায় অরিজিৎ সিংয়ের এই নতুন উদ্যোগের খবরটি নিশ্চিত করেছেন। ছবির শুটিং শুরু হবে ২০২৫ সালের শেষদিকে। অ্যাডভেঞ্চারের পাশাপাশি ছবিতে থাকবে অ্যাকশন দৃশ্যও। ইতোমধ্যে ছবির চিত্রনাট্য চূড়ান্ত করা হয়েছে।

উল্লেখ্য, এর আগে অরিজিৎ সিং বহু মিউজিক ভিডিও পরিচালনা করলেও পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র পরিচালনায় এটি হবে তার প্রথম অভিজ্ঞতা। ভক্তদের প্রত্যাশা, সংগীতে যেমন নিজস্ব এক ধারা গড়ে তুলেছেন তিনি, ঠিক তেমনই পরিচালক হিসেবেও কিছু নতুন ও অভিনব অভিজ্ঞতা উপহার দেবেন।
 

Shera Lather
Link copied!