‘বেবো’ যা পরেন, সেটাই হয়ে ওঠে ট্রেন্ড। এক সময় এমনই ছিল। তবে এখন যে নেই সেটা বলা হয়তো ভুল হবে। নতুনদের ভিড়েও বলিউড অভিনেত্রী কারিনা কাপুরের জনপ্রিয়তা কমেনি।
ফ্যাশনের দুনিয়ায় এখনো ট্রেন্ডে এই স্টাইল আইকন। তারই প্রমাণ দিলেন নতুন করে। এবার রীতিমতো যেন ফ্যাশনের সংজ্ঞাই পালটে দিলেন তিনি।
এবার ছুটি কাটাতে গিয়ে সুদূর গ্রিসের সমুদ্রসৈকত থেকে নিজেকে ব্যতিক্রমী বেশে ধরা দিলেন কারিনা; যা তাক লাগিয়ে দিয়েছে নেটিজেনদের।
সম্প্রতি সামাজিক মাধ্যমে বেশকিছু ছবি প্রকাশ করেছেন কারিনা কাপুর। দেখা যাচ্ছে, হলুদ রঙের বিকিনির সঙ্গে কারিনা পরেছেন চেক প্রিন্টের একটি লুঙ্গি। সঙ্গে মাথায় স্ট্র হ্যাট, চোখে সানগ্লাস আর খোলা চুল—সব মিলিয়ে যেন ছুটি কাটাতে নয়, বরং ফ্যাশনের নতুন ভাষা লিখতেই সেখানে গেছেন তিনি। সাধারণ এক লুঙ্গিকেও কীভাবে গ্ল্যামারে পরিণত করা যায়, সেটিও দেখিয়ে দিলেন নায়িকা।
কারিনা নিজেই ছবির ক্যাপশনে মজা করে লিখেছেন, ‘গ্রিসের সমুদ্রসৈকতে লুঙ্গি ডান্স করলাম। দারুণ মজা হলো। সবাইকে একবার ট্রাই করে দেখার পরামর্শ দিচ্ছি।’
আপনার মতামত লিখুন :