মডেল ও অভিনেত্রী কেয়া আখতার পায়েল। শোবিজাঙ্গনে কেয়া পায়েল নামে বেশি পরিচিত এই শিল্পী সময় কাটাচ্ছেন ব্যস্ততার মধ্যে। ক’দিন আগেই ছোটপর্দায় জুটি বেঁধেছিলেন মুশফিক ফারহানের সঙ্গে। ‘অনেক দিন পরে’ নামে নাটকটি মুক্তির পর প্রশংসাও কুড়োচ্ছে দেদারসে। তবে সেই প্রশংসায় আপ্লুত হবার সময় কই পায়েলের? নাটকের কাজ সম্পন্ন করেই ছুটলেন কানাডার দিকে—উদ্দেশ্য, মন্ট্রীয়লে একটি পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে অংশগ্রহণ। এবার সেখান থেকেই মেকআপের ক্ষেত্রে নিজের পছন্দ-অপছন্দ ভক্তদের সাথে শেয়ার করলেন এই চিত্রনায়িকা।

সোমবার নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমের পেইজে একটি ভিডিও শেয়ার করেন পায়েল, যাতে প্রথমেই দেখা যায় মেকআপবিহীন, সম্পূর্ণ আন-ফিল্টারড এক পায়েলকে। মঞ্চে পরিধেয় লেহেঙ্গাটা হাতে নিয়ে দেখছেন তাকে মানাবে কি না।
ভিডিওতে পায়েল জানান অতিরিক্ত ভারী মেকআপ তার পছন্দ নয়। হালকা ন্যাচারাল লুকেই বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন তিনি। চুলের ব্যাপারে তার পছন্দ আবার একটু ভিন্ন। চুলটা বেঁধে রাখতেই পছন্দ করেন তিনি।
এ প্রসঙ্গে পায়েল বলেন, ‘খোলা চুল আমার খুব বেশি একটা ভালো লাগে না। তাই চুলটাকে আমি সবসময় বেঁধে রাখি, কারণে-অকারণে অলওয়েজ বেঁধে রাখি। চুল বাঁধলেই আমার শান্তি লাগে।’

চোখে কন্টাক্ট লেন্স পরাটাও খুব বেশি পছন্দ নয় এই শিল্পীর। বলেন, ‘আমার লেন্স পরতে ভালো লাগে না।’ এর পরেই আবার হেসে বললেন, ‘আই থিংক ভালোই লাগছে, কিন্তু আমার কাছে তো মনে হচ্ছে আমি ভূত।’
সম্প্রতি কানাডায় অনুষ্ঠিত ‘রঙ ইন্টারন্যাশনাল মিডিয়া ও বিজনেস এওয়ার্ড’-এ সেরা টিভি অভিনেত্রীর পুরষ্কার অর্জন করেন এই শিল্পী। অভিনয়ের পাশাপাশি বিউটি সালনের ব্যবসায়ও যুক্ত আছেন কেয়া পায়েল।

প্রসঙ্গত, ২০১৯ সালে ‘ইন্দুবালা’ ছবির মাধ্যমে কেয়া পায়েল তার চলচ্চিত্র যাত্রা শুরু করেন এবং একই বছর একটি টেলিফিল্ম ও নাটকের মাধ্যমে ছোট পর্দায় অভিষিক্ত হন। তার সাম্প্রতিক কাজ ‘অনেক দিন পরে’ ইউটিউবে ৫০ লাখের বেশি ভিউ অর্জন করে।
আপনার মতামত লিখুন :