পাকিস্তানের জনপ্রিয় টেলিভিশন অভিনেত্রী আইনা আসিফ সম্প্রতি এক সাক্ষাৎকারে জানিয়েছেন, ‘নেটিজেনদের নেতিবাচক মন্তব্য তাকে বেশ কষ্ট দেয়।’
মাত্র ১৬ বছর বয়সেই অসাধারণ অভিনয় দক্ষতার কারণে পাকিস্তানের গণ্ডি পেরিয়ে বাংলাদেশের দর্শকদের কাছেও পরিচিতি পেয়েছেন তিনি। কিন্তু খ্যাতির পাশাপাশি সমালোচনার কাঁটাও সহ্য করতে হচ্ছে এই তরুণ শিল্পীকে।
সাক্ষাৎকারে আইনা বলেন, ‘একজন পাবলিক ফিগার হিসেবে আপনাকে সমালোচনার জন্য প্রস্তুত থাকতে হবে। আমি ইতিবাচক সমালোচনা গ্রহণ করি, তবে কখনো কখনো নেতিবাচক মন্তব্য পড়ে কাঁদি। আমি দেখতে হয়তো খুব ভালো না, নেতিবাচক মন্তব্যগুলো সত্যিই কষ্ট দেয়।’
আইনা আরও বলেন, ‘মানুষ আমার চেহারা নিয়ে উপহাস করে, যেন একজন অভিনেত্রী হওয়ার অর্থ তাদের সৌন্দর্যের সংকীর্ণ মানদণ্ডের সঙ্গে আমাকে মানিয়ে চলতে হবে। কিন্তু আমি মনে করি, অভিনয় মানে প্রতিভা। আপনি আপনার চেহারা পরিবর্তন করতে পারবেন না এবং আমি মনে করি না যে, এর জন্য কাউকে বিচার করা উচিত।’
আইনার এই খোলামেলা স্বীকারোক্তি সামাজিক যোগাযোগমাধ্যমে এরই মধ্যে আলোচনার জন্ম দিয়েছে। অনেকেই তার সাহসিকতা ও সততার প্রশংসা করছেন অনেকেই।
শিশু মডেল হিসেবে মিডিয়ায় পথচলা শুরু করেন আইনা আসিফ। ২০২১ সালে ‘পেহলি সি মহব্বত’ নাটকের মাধ্যমে তার অভিনয় জীবনের আনুষ্ঠানিক সূচনা হয়। এরপর ‘হাম তুম’, ‘পাঞ্জরা’ এবং ‘মায়ি রি’ নাটকে তার অভিনয় বিশেষভাবে দর্শকদের মন জয় করে নেয়।
বিশেষ করে ‘মায়ি রি’ নাটকে ক্বুরাত-উল-আইন ‘আনি’ হাবিব চরিত্রে তার অনবদ্য পারফরম্যান্স তাকে ব্যাপক জনপ্রিয়তা এনে দেয়। বর্তমানে তিনি ‘পারুয়ারিশ’ নামক নাটকে অভিনয় করছেন, যেখানে তার চরিত্রটিও দর্শকদের কাছে দারুণ গ্রহণযোগ্যতা পেয়েছে।
যদিও সমালোচনা তার মনোবলকে মাঝে মাঝে আঘাত করে, তবুও আইনা নিজের পেশার প্রতি প্রতিশ্রুতিবদ্ধ।
তার ভাষ্যে, ‘আমি সময়ের সঙ্গে সঙ্গে নিজের উন্নতি করার চেষ্টা করছি। তবে একই সঙ্গে, আমি চাই মানুষ আরও একটু সদয় হোক।’

 
                            -20250728122140.jpg) 
                                    
 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                             
        
        
        
       -20251101005633.webp) 
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন