কিছু ছবি দেখলেই বোঝা যায়, সব ঠিক নেই। অথচ ক্যাপশনে থাকে না কোনো অভিযোগ, থাকে না কোনো আহাজারি। কেবল এক চাপা ধৈর্য, এক অনুচ্চারিত জেদ। সুনেরাহ বিনতে কামালের ইনস্টাগ্রাম পোস্টে যখন তার প্লাস্টার মোড়া পা, পাশে ধরে রাখা দুই ক্রাচ, আর ক্যাপশনে লেখা ‘ইট ইজ হোয়াট ইট ইজ’, তখন বোঝার জন্য চোখ নয়, অনুভূতি লাগে।
জানা গেছে, সম্প্রতি রাজধানীর ফুলার রোডে ‘সাত দিনের প্রেম’ নাটকের শুটিং চলাকালীন তিনি দুর্ঘটনার শিকার হন। একটি দৃশ্যে ঘোরার সময় পা লেগে হোঁচট খান লাইট স্ট্যান্ডে। পড়ে যান মাটিতে। দুই হাঁটু ছিলে যায়, রক্ত গড়িয়ে পড়ে নিচে।

শুরুতে বুঝে উঠতে না পারলেও পরে ব্যথা তীব্র আকার ধারণ করে। চিকিৎসক জানান, তার বাঁ পায়ের লিগামেন্ট ছিঁড়ে গেছে, হাঁটুর হাড় সরে গিয়ে ওপরে উঠে এসেছে। ডান পায়েরও কিছুটা ক্ষতি হয়েছে।
এই অবস্থায় চিকিৎসক যখন সম্পূর্ণ বিশ্রামে থাকার নির্দেশ দেন তখনও শুটিং বন্ধ রাখতে চাননি সুনেরাহ। ‘সাত দিনের প্রেম’ নাটকের কাজ চলছিল, পরিচালক কাজ স্থগিত রাখতে চাইলেও তিনিই অনুরোধ করেন যতটুকু সম্ভব শেষ করে দেওয়া হোক। আর এখানেই যেন বোঝা যায়, কাজের প্রতি এই অভিনেত্রীর দায়বদ্ধতা, তার মনস্তত্ত্ব—আরও গভীর কোনো কিছুর ইঙ্গিত দেয়।
তবে ভক্তদের নজর কাড়ে আরেকটি বিষয়—একই স্টোরিতে সুনেরাহর পাশে দেখা গেছে তার এক বন্ধু, ড্যান পাশাকে। তাকে উদ্দেশ করে সুনেরাহ লেখেন, ‘তুমি এমন এক সময়ে আমার পাশে ছিলে, যখন আমি নিজেকেই ভালোবাসতে পারছিলাম না… আমার জীবনের অংশ হয়ে থাকার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। তোমাকে খুব ভালোবাসি এবং খুব মিস করব।’

বার্তাটা একদিকে বন্ধুত্বের, আবার অন্যদিকে রেখে যায় কিছু রহস্য। এমন পরিস্থিতিতে ‘খুব মিস করব’ বলা কি কেবল বন্ধুত্বের ভাষা, নাকি বিদায় বা অনুপস্থিতির কষ্টও আছে তার মধ্যে?

এই দুই ছবির মধ্যেই যেন ধরা পড়ে একসঙ্গে যন্ত্রণা, কাজের দায়বদ্ধতা, একাকিত্ব আর সম্পর্কের জটিল মানচিত্র। সুনেরাহ এখন বিশ্রামে, কিন্তু চোখেমুখে তার ক্লান্তি কিংবা সেই বন্ধুর প্রতি কৃতজ্ঞতা—সব মিলিয়ে এই মুহূর্তে তার জীবনের চুপচাপ কাহিনি যেন অনেককেই টেনে নিচ্ছে কৌতূহলের গভীরে।
কিছু কথা না বলেও বলা যায়, সুনেরাহর এই পোস্ট যেন তারই এক নিঃশব্দ প্রমাণ।
আপনার মতামত লিখুন :