আবারও জুটি বাঁধতে চলেছেন ছোট পর্দার জনপ্রিয় মুখ বিক্রম চট্টোপাধ্যায় ও ঐন্দ্রিলা সেন। ‘সাত পাকে বাঁধা’ থেকে ‘ফাগুন বউ’ এই জুটির কেমিস্ট্রি বরাবরই দর্শকদের মন কেড়েছে।
তবে এবার কোনো ধারাবাহিক নয় বরং একটি নতুন গেম শো নিয়ে ফিরছেন তারা। তাই তাদের ভক্তদের মধ্যে বেশ আলোচনা হচ্ছে।
ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, জি বাংলার নতুন রিয়েলিটি শো ‘দশ দিনে দশ লাখ’-এর সঞ্চালনার দায়িত্বে দেখা যাবে এই জুটিকে। এটি একটি কাপল গেম শো, যেখানে থাকবে ইনডোর ও আউটডোর খেলার নানা রোমাঞ্চকর প্রতিযোগিতা।
এই প্রসঙ্গে বিক্রম চট্টোপাধ্যায় বলেন, ‘এই শো-টি অন্যান্য গেম শোগুলো থেকে বেশ আলাদা হতে চলেছে। দর্শক আমাদের জুটিকে সবসময়ই খুব পছন্দ করেছেন। আশা করছি, এই নন-ফিকশন শোর ক্ষেত্রেও আমাদের জুটি দর্শককে হতাশ করবে না।’
বিক্রম আরও জানান, যেহেতু তারা বাস্তবে খুব ভালো বন্ধু, তাই পর্দায় তাদের বোঝাপড়াটা আরও প্রাণবন্ত হবে। এর আগে বিক্রম ‘ডান্স বাংলা ডান্স’ -এর মতো নন-ফিকশন শো সঞ্চালনা করেছেন।
তাই তার সঞ্চালনার অভিজ্ঞতা রয়েছে। তবে এত দিন পর আবারও সঞ্চালনার দায়িত্বে ফিরতে পেরে তিনি বেশ উচ্ছ্বসিত। নতুন এই শো-তে বিক্রম-ঐন্দ্রিলার জুটি কেমন জমে ওঠে, সেটাই এখন দেখার বিষয়।