সোমবার, ১০ নভেম্বর, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


রূপালী প্রতিবেদক

প্রকাশিত: নভেম্বর ১০, ২০২৫, ০৭:৪৬ পিএম

অনন্ত জলিলের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: নভেম্বর ১০, ২০২৫, ০৭:৪৬ পিএম

চিত্রনায়ক-প্রযোজক অনন্ত জলিল। ছবি- সংগৃহীত

চিত্রনায়ক-প্রযোজক অনন্ত জলিল। ছবি- সংগৃহীত

ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়ক-প্রযোজক অনন্ত জলিল কয়েক বছর আগে ‘ট্যালেন্ট হান্ট’-এর আয়োজন করেছিলেন। মূলত চলচ্চিত্রে শিল্পী সংকট দূর করার মানসে এ অনুষ্ঠানের কার্যক্রম শুরু করেছিলেন বলে সেসময় জানিয়েছিলেন তিনি।

এই প্রতিযোগিতায় অংশ নেন সারাদেশ থেকে তিন লাখ প্রতিযোগী। এই আয়োজন থেকে নির্বাচিত হয়েছিলেন সাব্বির আহমেদ আরবিন নামের এক তরুণ মডেল। তিনি প্রতিযোগিতায় উত্তীর্ণ হলেও কিছুতেই ডাক পাচ্ছিলেন না সিনেমায়। ‘দ্য স্পাই: অগ্রযাত্রার মহানায়ক’ নামের একটি সিনেমার জন্য ট্যালেন্ট হান্ট করে শিল্পী বাছাইও করেছিলেন অনন্ত। কিন্তু মাঝে ইসলাম ধর্মের কাজে ব্যস্ত হয়ে সেটা থেকে পিছিয়ে যান।

‘দ্য স্পাই’ নির্মাণ অনিশ্চিত হলেও টেলেন্ট হান্টে পাওয়া মেধাবী তরুণদের চলচ্চিত্র ‘দিন: দ্য ডে’ সিনেমায় অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ করার খবর ২০১৮ সালে অনন্ত নিজেই দিয়েছিলেন। অনেক কাঠখড় পুড়িয়ে সিনেমাটিতেহ অভিনয়ের সুযোগ পেলেও পর্দায় নিজেকে খুঁজে পাননি সাব্বির আহমেদ আরবিন। সম্প্রতি এই মডেল অনন্ত জলিলের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ এনেছেন।

আক্ষেপ করে নায়ক-নায়িকা বানানোর নামে অনন্ত জলিলের বিরুদ্ধে ভয়ংকর প্রতারণার অভিযোগ এনে আরবিন বলেন, ‘২০১৫ সালে একটি রিয়েলিটি শো হয়েছিল ট্যালেন্ট হান্ট নামে। সেই শো থেকে আমি হিরো ক্যাটাগরিতে আমি চূড়ান্ত হয়েছিলাম। অনন্ত ভাইয়ের সঙ্গে চুক্তি ছিল আমি একটি সিনেমা করব। যে সিনেমায় চুক্তি ছিল সেটি আর নির্মাণ হয়নি। দীর্ঘ সময় পর ‘দিন: দ্য ডে’ সিনেমার জন্য ডাক পাই। মিটিং করে আমাকে পুলিশ চরিত্রে বাছাই করা হয়। এরপর শুটিং শুরু হয়।’

তিনি বলেন, ‘শুটিংয়ে কস্টিউম পরে সারাদিন বসে থাকতাম কিন্তু আমাদের শুটিং হয় না। চার দিন যাবার পর একটা দৃশ্যর শুট হয়। আরো কিছু দৃশ্য হয় অন্যদিন। সবমিলিয়ে আট দিনের মতো শুটিং করি। সবকিছু শেষ হওয়ার পর সিনেমাটি মুক্তি পেলে কাছের মানুষদের নিয়ে হলে দেখতে যাই। সবাই জেনে যায় আমি সিনেমাটিতে কাজ করেছি। কিন্তু হলে গিয়ে হতাশ হই। সবার কাছে খুবই লজ্জায় পড়ে যাই। পুরো সিনেমায় নিজেকে কোথাও খুঁজে পাইনি। আমার সঙ্গে প্রতারণা করা হয়েছে। সব কষ্ট বৃথা গেল। নিজেকে পর্দায় না দেখার কষ্ট বোঝানো যাবে না। এককথায় বললে- আমি প্রতারণার শিকার হয়েছি।’

অভিযোগ প্রসঙ্গে জানতে চাইলে অনন্ত জলিলের সাড়া পাওয়া যায়নি।

বাংলাদেশ ও ইরানের যৌথ প্রযোজনায় নির্মিত হয়েছে ‘দিন: দ্য ডে’। সিনেমাটি পরিচালনা করেছেন ইরানি নির্মাতা মুর্তজা অতাশ জমজম। সিনেমায় অনন্ত জলিল ও বর্ষা ছাড়াও অভিনয় করেছেন ইরান ও লেবাননের অভিনেতারা। ২০২২ সালে সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পায়।

রূপালী বাংলাদেশ

Link copied!