হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় হাসপাতালে ভর্তি হয়েছেন বলিউড পরিচালক রাকেশ রোশান। বুধবার বিকেলে শারীরিকভাবে অস্বস্তি অনুভব করায় তাকে তড়িঘড়ি করে মুম্বাইয়ের কোকিলাবেন ধীরুভাই আম্বানি হাসপাতালে নেওয়া হয়। সেখানকার চিকিৎসকরা তাকে সরাসরি আইসিইউতে স্থানান্তর করেন।

চিকিৎসকদের তত্ত্বাবধানে রাকেশ রোশানের হৃদযন্ত্রে অ্যানজিওপ্লাস্টি করা হয়েছে বলে জানিয়েছেন কন্যা সুনয়না রোশান। তিনি বলেন, ‘বাবার অ্যানজিওপ্লাস্টি করা হয়েছে। এখন তিনি সুস্থ আছেন, চিন্তার কিছু নেই বলে আশ্বাস দিয়েছেন চিকিৎসকরা।’
পরিবারের ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, আপাতত তাকে কিছুদিন বিশ্রামে থাকতে বলা হয়েছে। বর্তমানে হাসপাতালে রাকেশ রোশানের পাশে রয়েছেন স্ত্রী পিঙ্কি রোশান, কন্যা সুনয়না রোশান, পুত্র হৃতিক রোশান ও হৃতিকের প্রেমিকা সাবা আজাদ।

পরিচালক ও প্রযোজক রাকেশ রোশান বেশ কিছুদিন ধরেই হৃদ্রোগ সংক্রান্ত জটিলতায় ভুগছিলেন বলে জানা গেছে। ২০১৯ সালে তার গলায় ক্যানসার ধরা পড়েছিল, তখনও সফল অস্ত্রোপচারের মাধ্যমে তিনি সুস্থ হয়ে উঠেন।
আপনার মতামত লিখুন :