ঢাকা সোমবার, ০৭ জুলাই, ২০২৫

বাগানে সুখ খুঁজে পেলেন জয়া

বিনোদন ডেস্ক
প্রকাশিত: জুলাই ৬, ২০২৫, ০৯:২২ পিএম
নিজের ফলের বাগানে জয়া আহসান। ছবি - সংগৃহীত

এপার বাংলা হোক আর ওপার বাংলা, চলচ্চিত্র নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন ‘মিস এভারগ্রীন’খ্যাত বাংলাদেশি অভিনেত্রী জয়া আহসান। কখনো সিনেমার প্রচারণা, কখনো শুটিং-কাজে কাজেই যেন তার দিন ফুরোয়! তবে এত ব্যস্ততার মাঝেও সুখ খুঁজে নিয়েছেন একেবারে নিজের মতো করে—ফলভর্তি ছোট্ট এক বাগানে!

নিজের ফলের বাগানে জয়া আহসান। ছবি - সংগৃহীত

রোববার সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের ফার্মহাউজের কিছু ছবিতে ধরা দিলেন জয়া। পেঁপে, পিচফলসহ নানা ফলের গাছে ফলের বাহার। আর তার মাঝেই সবুজ পোশাকে হাস্যোজ্জ্বল জয়া আহসান।

ছবির ক্যাপশনে লেখেন, ‘আমার জীবনের লক্ষ্য; আমার ছোট্ট ফার্ম নিয়েই আমি সুখী!’ এমন খোলামেলা কথায় মুগ্ধ তার ভক্তরা।

আসলে এটা নতুন কিছু নয়, বরাবরই প্রকৃতির ছায়ায় নিজেকে আবিষ্ট রাখতে ভালবাসেন জয়া। কাজের ফাঁকে ফাঁকে কখনো সবজি, কখনো ফলের চাষ করেন। শুটিংয়ের ক্লান্তি যেন মুছে যায় নিজের এই ফার্মে এলেই।

সম্প্রতি কলকাতায় ‘ডিয়ার মা’ ছবির প্রচারণা আর ‘আজও অর্ধাঙ্গিনী’র শুটিং শেষ করে সদ্যই দেশে ফিরেছেন এই অভিনেত্রী। ফিরেই ছুটেছেন প্রিয় ফার্মহাউজে। এদিকে দেশে মুক্তি পেয়েছে তার অভিনীত ‘তাণ্ডব’ ও ‘উৎসব’ দুটি ছবিতেই চলছে প্রশংসার জোয়ার।

অভিনয়, কৃষিকাজ আর জীবনের ছোট ছোট সুখের খোঁজ—সব মিলিয়ে জয়া আহসানের এই যাত্রা যেন এক রকমের নির্ভেজাল সুখের গল্প!