সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত একটি ছবি নিয়ে আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে ঢালিউড সুপারস্টার শাকিব খান ও অভিনেত্রী মিষ্টি জান্নাত। যা মুহূর্তেই ভাইরাল হয়ে যায়।
সোমবার (৭ জুলাই) সকালে নিজের ফেসবুক অ্যাকাউন্টে ছবিটি পোস্ট করেন অভিনেত্রী মিষ্টি জান্নাত।
ছবির ক্যাপশনে মিষ্টি জান্নাত লিখেন, ‘ভালো থাকবেন। প্রথম আমি।’ সঙ্গে ছিল তিনটি লাল হৃদয়ের ইমোজি ও ভালোবাসার চিহ্ন।
এর আগে, গত ২ জুলাই মিষ্টি শেয়ার করেছিলেন আরেকটি ছবি, ক্যাপশন ছিল ‘সেই ১ম বার’। আবারও হার্ট ইমোজি যুক্ত সেই পোস্টকে ঘিরেও তৈরি হয়েছিল নানা প্রশ্ন ও জল্পনা।
অন্যদিকে, এক মাস আগে গত ২ জুন মিষ্টি জান্নাত শাকিব খানের সঙ্গে বিমানে তোলা দুটি সেলফি প্রকাশ করেছিলেন। সেখানে ক্যাপশন ছিলো ‘লাভ লাভ’। সেই ছবি ঘিরেও শুরু হয়েছিল তুমুল আলোচনা-সমালোচনা।
সোশ্যাল মিডিয়ায় একের পর এক ছবি, রহস্যময় ক্যাপশন, আর ভক্তদের প্রতিক্রিয়া সব মিলিয়ে দুই তারকার ব্যক্তিগত সম্পর্ক এখন ঢাকাই চলচ্চিত্রের অন্যতম আলোচিত বিষয় হয়ে দাঁড়িয়েছে।
এদিকে, ভক্তদের অনেকেই তাদের নতুন জুটিকে শুভকামনা জানিয়ে কমেন্টে লিখেছেন—‘দারুণ লাগছে দুজনকে একসাথে’, ‘এই জুটি যেন সত্যি হয়’, ‘শাকিব ভাই এবার বুঝে শুনে সম্পর্ক গড়ুন’ ইত্যাদি।