দীর্ঘদিন ধরে অস্ট্রেলিয়ায় অবস্থান করছেন ঢাকাই সিনেমার এক সময়ের তুমুল জনপ্রিয় নায়িকা শাবনূর। সম্প্রতি তার নামে একটি ভেরিফায়েড ফেসবুক পেজ খোলা হয়েছে, যার মালিক তিনি নন। তবে ওই পেজে শাবনূরের সব তথ্য ব্যবহার করা হয়েছে। পেজটি যারা নিয়ন্ত্রণ করছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন এই অভিনেত্রী।
শনিবার (২৬ জুলাই) দুপুরে নিজের আইডি থেকে লাইভে এসে এ বিষয়ে নানা কথা বলেন তিনি।
শাবনূর বলেন, ‘আমার একটাই ফেসবুক আইডি। বাকীগুলো ভুয়া। আমি সবাইকে মন থেকে ভালোবাসি। আমার মনে কোনো কুটিলতা বা জটিলতা নেই। এটা আমার অভ্যাস। সেই জায়গা থেকে আমি আমার পেজ ভেরিফাইড করিনি। কিন্তু আমি জানি না কে বা কারা আমার পেছনে গেলেছে। কেনোই বা তারা শত্রুতা করছে সেটাও আমি জানি না।’
এর আগে, এক স্ট্যাটাসে তিনি জানিয়েছেন, শাবনূর সেজে ফেসবুক পেজ ভেরিফায়েড করে নিয়েছে একটি প্রতারক চক্র। বিষয়টি টের পেয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে এক স্ট্যাটাসে ভক্ত-অনুরাগীদের সতর্ক করেছেন তিনি।
শাবনূর বলেন, ‘ভেরিফায়েড করা ফেসবুক পেজটি আমার না। অসৎ উদ্দেশ্যে প্রতারক চক্ররা এটি ভেরিফায়েড করে চালাচ্ছে। তারা আমার প্রতিটি পোস্টের ছবি, ভিডিও ও ক্যাপশন চুরি করে তাদের করা ভুয়া পেজে আপলোড করে যাচ্ছে। সবার প্রতি অনুরোধ রইল, এই ফেক পেজের বিরুদ্ধে বেশি বেশি করে রিপোর্ট করুন। আমি এই পেজের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিচ্ছি। অনুরোধ করব, কেউ যাতে এদের কোন কিছু বিশ্বাস করে প্রতারিত না হন।’
আপনার মতামত লিখুন :