বাংলাদেশ-ভারতসহ দক্ষিণ এশিয়ার ছয় দেশে ভূমিকম্প অনুভূত হয়েছে। রোববার (১৪ সেপ্টেম্বর) বিকেল ৫টা ১১ মিনিটের দিকে এ কম্পন হয়।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, বাংলাদেশ ছাড়াও চীন, ভারত, মিয়ানমার, নেপাল ও ভুটানে ভূমিকম্পটি অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৯। ভূমিকম্পের উৎপত্তিস্থল ভারতের আসামের ঢেকিয়াজুলি এলাকায়।
ভূতাত্ত্বিকরা বলছেন, ইন্ডিয়া ও বার্মা প্লেটের সংঘর্ষ এবং বাংলাদেশের ভৌগোলিক অবস্থানের কারণে এ অঞ্চলে বড় ধরনের ভূমিকম্পের ঝুঁকি রয়েছে। বিশেষ করে রাজধানী ঢাকায় তীব্র ভূমিকম্প আঘাত হানলে ঘনবসতি, দুর্বল ভবন কাঠামো এবং প্রস্তুতির অভাবে ব্যাপক ক্ষয়ক্ষতি হতে পারে।
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সৈয়দ হুমায়ুন আখতার বলেন, ‘ঢাকায় যদি ৭ মাত্রার ভূমিকম্পও আঘাত হানে, আমাদের প্রস্তুতি, ভবনের স্ট্রাকচার এবং ঘনবসতির কারণে ভয়াবহ বিপর্যয় ঘটতে পারে।’
এদিকে, জার্মানির ভূতাত্ত্বিক গবেষণা সংস্থা জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস (জিএফজেড) জানিয়েছে, রোববার উত্তর-পূর্ব ভারতে ৫ দশমিক ৭১ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। এই ভূমিকম্পের উৎপত্তি হয়েছে ভূপৃষ্ঠ থেকে মাত্র ১০ কিলোমিটার (৬.২১ মাইল)।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন