ছোট ও বড় পর্দার অন্যতম জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরীকে নিয়ে দর্শকদের আগ্রহ সবসময়ই তুঙ্গে। এক দশকেরও বেশি সময় ধরে শোবিজে দাপটের সঙ্গে কাজ করে যাচ্ছেন তিনি। নাটক, বিজ্ঞাপন, ওয়েব সিরিজ কিংবা সিনেমা-সব মাধ্যমেই সমান পারদর্শিতায় জয় করেছেন অগণিত দর্শকের মন। তবে এই জনপ্রিয় অভিনেত্রীর নাম নিয়ে এত দিন যে ধারণা ছিল, তা ভেঙে দিলেন তিনি নিজেই।
সম্প্রতি এক সাক্ষাৎকারে মেহজাবীন জানান, যাকে সবাই ‘মেহজাবীন’ নামে চেনে, তার নামের সঠিক উচ্চারণ আসলে ‘মেহজাবী’-যেখানে শেষের ‘ন’ উচ্চারিত হয় না।
তিনি বলেন, ‘শুরুতে হয়তো সবাই আমার নাম ঠিকমতো উচ্চারণ করতে পারেনি কিংবা আমি বোঝাতে পারিনি। কিন্তু পরে মনে হয়েছে, যেটা সবাই ভালোবেসে ডাকছে, সেটাই থাকুক। আমার নাম আসলে মেহজাবী।’
তবে এখানেই শেষ নয়। অভিনেত্রী জানান, পরিবার ও আত্মীয়স্বজনের কাছে তিনি ‘মেহজাবীন’ নন। ঘরে তার পরিচিত নাম ‘জেনিফার’। কাছের বন্ধুরা স্নেহভরে তাকে ডাকেন ‘জেনি’ নামে।
আর ভক্তদের দেওয়া আদরের নাম ‘মেহু’-যেটি তিনি বিশেষ ভালোবাসায় গ্রহণ করেছেন। তার ভাষায়, ‘ভক্তরা আমাকে যে নাম দিয়েছে, সেটা আমি খুবই ভালোবাসি। এই ভালোবাসা আমার কাছে অনেক বড়।’
মেহজাবীনের এই ব্যক্তিগত নামের গল্প ছড়িয়ে পড়তেই সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে আলোচনা। অনেক ভক্তই অবাক হয়ে মন্তব্য করছেন, এত দিন ভুল নামেই প্রিয় তারকাকে ডেকেছেন তারা। কেউ কেউ আবার লিখছেন, ‘যে নামেই ডাকুক, আমাদের কাছে তিনি প্রিয় মেহজাবীনই থাকবেন।’
এমন খোলামেলা স্বীকারোক্তি শুধু তার ভক্তদেরই চমকে দেয়নি, বরং শোবিজ অঙ্গনেও তৈরি করেছে নতুন কৌতূহল। তার নামের এই অজানা অধ্যায় যেন তার জনপ্রিয়তার ঝুলিতে আরও একটি গল্প যোগ করল।