শনিবার, ১২ জুলাই, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


বিনোদন প্রতিবেদক

প্রকাশিত: জুলাই ৭, ২০২৫, ০১:৪৪ পিএম

‘শেষ ভালোবাসা’য় উপমা

বিনোদন প্রতিবেদক

প্রকাশিত: জুলাই ৭, ২০২৫, ০১:৪৪ পিএম

অভিনেত্রী ও মডেল ফারজানা মেহমুদ উপমা। ছবি-রূপালী বাংলাদেশ

অভিনেত্রী ও মডেল ফারজানা মেহমুদ উপমা। ছবি-রূপালী বাংলাদেশ

একসময়ের ব্যস্ত অভিনেত্রী ও মডেল ফারজানা মেহমুদ উপমা। মাঝে অভিনয়ে বিরতিতে ছিলেন তিনি। তবে সেই বিরতি কাটিয়ে অনেক আগেই কাজে সরব হয়েছেন এই অভিনেত্রী। ফিরেই উপমা জানিয়েছিলেন আবার কাজে নিয়মিত হবেন। সে কথাও রাখলেন তিনি।

সম্প্রতি উপমা ‘শেষ ভালোবাসা’ নামের একটি একক নাটকে প্রধান চরিত্রে অভিনয় করেছেন। মেজবাহ শিকদারের পরিচালনায় নাটকটি ঢাকা শহরের বিভিন্ন মনোরম লোকেশনে এরই মধ্যে চিত্রায়ন হয়েছে।

নাটকের গল্পে উপমা একটি উচ্চবিত্ত পরিবারের মেয়ের চরিত্রে অভিনয় করে। বাবা-মা তাকে সময় না দেওয়ার কারণে বন্ধুদের সঙ্গে আড্ডা দিতে দিতে এক সময় নেশার জগতে প্রবেশ করে উপমা এবং নেশার কারণে তার বয়ফ্রেন্ডের সঙ্গে দূরত্ব তৈরি হয়।

অপরদিকে পড়ালেখায় অনিয়ম এবং পরিবারের সঙ্গেও তার দূরত্ব দিনে দিনে বেড়েই চলে। ফলে তাদের সঙ্গে সম্পর্কের চরম অবনতি ঘটে। একটা পর্যায়ে বাসা ছেড়ে বন্ধুর বাসায় গিয়ে ওঠে। কিন্তু নেশার টাকা জোগানোর জন্য বন্ধুরা তাকে অনৈতিক কাজে বাধ্য করে।

নেশায় এতটাই মগ্ন ছিল যে, নেশার টাকা জোগাতে উপমা সব ধরনের অনৈতিক কাজে লিপ্ত হয়ে পড়ে। বয়ফ্রেন্ডের সঙ্গেও ব্রেকআপ হয়ে যায় তার। এভাবেই নেশার রাজ্যে হারিয়ে যাওয়া উপমার জীবন অন্ধকারে হারিয়ে যায়। তারপর চূড়ান্ত পরিণতির দিকে এগিয়ে যায় গল্প।

উপমার বয়ফ্রেন্ডের চরিত্রে অভিনয় করেন অভিনেতা এরফান অনিক। এ প্রসঙ্গে উপমা বলেন, ‘নাটকের গল্প আমার কাছে অসম্ভব ভালো লেগেছে। একটি নেশাগ্রস্ত মেয়ের চরিত্রে অভিনয় করাটা অনেক চ্যালেঞ্জিং মনে হয়েছে। তবে খুবই ভালো লেগেছে। নেশা কীভাবে মানুষের স্বাভাবিক জীবনকে ও পরিবারকে ধ্বংস করে দেয় তা এই নাটকের গল্পে তুলে ধরা হয়েছে। নেশা যে কতটা বিধ্বংসী তার পরিষ্কার বার্তা রয়েছে এই নাটকে। আশা করি, নাটকটি সবার ভালো লাগবে। এই নাটকটি আমার করা সেরা নাটকের তালিকায় থাকবে বলে আমার বিশ্বাস।’

প্রসঙ্গত, এ যাবৎ অর্ধশতাধিক নাটকে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন উপমা। ‘আমি তোমাকেই ভালোবাসি’, ‘মেট্রোপলিটন বিভ্রম’, ‘অ্যাডালথুড’, ‘নিয়তির খেলা’, ‘সুপার গার্ল’ ওয়েব সিরিজসহ অসংখ্য নাটকে কাজ করেছেন তিনি।

রূপালী বাংলাদেশ

Shera Lather
Link copied!