রাজধানীর কাকরাইলে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে গুরুতর আহত হয়ে ঢামেক হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন আছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। চিকিৎসকরা জানিয়েছেন, তার মাথা, নাক ও চোয়ালে মারাত্মক আঘাত লেগেছে, এক চোখও ক্ষতিগ্রস্ত হয়েছে।
অবস্থা স্থিতিশীল হলেও শঙ্কামুক্ত বলা যাচ্ছে না। নুরের পরিবার ও রাজনৈতিক সহকর্মীরা সবার কাছে তার সুস্থতার জন্য দোয়া চেয়েছেন, সামাজিক যোগাযোগমাধ্যমেও অনেকেই তার দ্রুত আরোগ্য কামনা করছেন।
এমন পরিস্থিতিতে অভিনেতা ও উপস্থাপক শাহরিয়ার নাজিম জয় এক ফেসবুক পোস্ট করে বিতর্কের জন্ম দিয়েছেন। শনিবার ভোরে দেওয়া ওই পোস্টে তিনি লেখেন, ‘ভিপি নুর ভাইয়ের ইন্টারভিউ নেওয়ার কথা ছিল, আউটডোরে। কিন্তু টানা বৃষ্টির কারণে তা ক্যান্সেল হয়েছে। আপনি সুস্থ হয়ে ওঠেন। এবারের ইন্টারভিউ হবে ভয়াবহ।’
জয়ের এই পোস্টকে কেন্দ্র করে নুরের সমর্থকদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। তবে এই মুহূর্তে সাক্ষাৎকার নয়, প্রার্থনাই বেশি প্রয়োজন, এমন মন্তব্য করেছেন কেউ কেউ। অনেকে আবার অভিযোগ করছেন, জয় সবসময় আলোচনায় থাকার জন্য ইচ্ছাকৃতভাবে গুরুতর ইস্যুগুলোতে এমন মন্তব্য করেন।