ছোট পর্দার জনপ্রিয় মুখ যাহের আলভী। নিয়মিত নাটক ও বিজ্ঞাপনে কাজের পাশাপাশি বর্তমানে সিনেমায় অভিষেকের প্রস্তুতি নিচ্ছেন তিনি। এরই মধ্যে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন এই অভিনেতা।
যাহের আলভী জানান, নির্মাতা মাইদুল রাকিবের পরিচালনায় একটি নাটকের শুটিং চলাকালীন হঠাৎ অসুস্থ বোধ করেন তিনি।
তার ভাষায়, ‘শুটিং সেটে হঠাৎ শরীর খারাপ লাগতে শুরু করে। ধীরে ধীরে এতটাই খারাপ হয় যে শুটিং বন্ধ করে চলে আসতে হয়। ক্যারিয়ারের ১৩/১৪ বছরে এই প্রথম কোনো কাজ অসম্পূর্ণ রেখে ফিরতে হলো। পরে হাসপাতালে গিয়ে জানতে পারি ডেঙ্গু আক্রান্ত।’
বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন যাহের আলভী। সুস্থতার জন্য সবার কাছে দোয়া প্রার্থনা করেছেন জনপ্রিয় এই অভিনেতা।