শুক্রবার, ১৬ মে, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


বিনোদন ডেস্ক

প্রকাশিত: মে ১৫, ২০২৫, ১০:৫০ পিএম

গাজায় গণহত্যার নিন্দা ৩৮০ হলিউড চলচ্চিত্রকর্মীর

বিনোদন ডেস্ক

প্রকাশিত: মে ১৫, ২০২৫, ১০:৫০ পিএম

গাজায় গণহত্যার নিন্দা ৩৮০ হলিউড চলচ্চিত্রকর্মীর

ছবি- সংগৃহীত

কানের লালগালিচার ঝলমলে আলোর ঠিক আগে, গাজার নৃশংসতা নিয়ে আন্তর্জাতিক চলচ্চিত্র অঙ্গন যেন সরব হয়ে উঠেছে। জোর দিয়ে ‘গণহত্যা’ শব্দটি ব্যবহার করে ৩৮০ জনের বেশি খ্যাতিমান চলচ্চিত্র ব্যক্তিত্ব একটি খোলা চিঠিতে জানিয়ে দিয়েছেন- ‘এই নীরবতা আর চলবে না।’

গ্ল্যামার প্যারেড শুরুর আগেই তাদের প্রতিবাদপত্র ছাপা হয়েছে একটি ফরাসি দৈনিক এবং একটি যুক্তরাষ্ট্রভিত্তিক পত্রিকায়।

চিঠিতে বলা হয়েছে, ‘আমরা চুপ থাকতে পারি না, যখন গাজায় গণহত্যা চলছে।’ পত্রটি প্রস্তাব করে কয়েকটি ফিলিস্তিনপন্থি সংস্থা, যার পেছনে সমর্থন দিয়েছেন অভিনেতা রালফ ফিনেস, রিচার্ড গিয়ার, সুসান সারানডন এবং পরিচালক পেদ্রো আলমোদোভার ও রুবেন ওস্তলুন্ডের মতো অনেকে। 

স্বাক্ষর করেছেন অস্কারজয়ী ব্রিটিশ পরিচালক জোনাথন গ্লেজারও, যিনি হোলোকস্ট নিয়ে তৈরি করেছেন ‘দ্য জোন অফ ইন্টারেস্ট’।

চিঠিতে বিশেষভাবে উল্লেখ করা হয়েছে ফাতেমা হাস্সুনার নাম। ২৫ বছর বয়সী এই গাজাবাসী আলোকচিত্রী ইসরায়েলি এক বিমান হামলায় গত মাসে প্রাণ হারান, সঙ্গে ছিলেন তার ১০ জন আত্মীয়। 

তার জীবন নিয়েই তৈরি হয়েছে তথ্যচিত্র ‘পুট ইয়োর সোল অন ইয়োর হ্যান্ড অ্যান্ড ওয়াক’। এটি নির্মাণ করেছেন ইরানি পরিচালক সেপিদেহ ফারসি, যার প্রিমিয়ার হবে কান উৎসবে বৃহস্পতিবার, এসিড বিভাগে।

আলোকচিত্রী ফাতেমা হাস্সুনা। ছবি- সংগৃহীত।

একটি আন্তর্জাতিক গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ফারসি বলেন, ‘একটি স্পষ্ট অবস্থান নেওয়া উচিত। উৎসব রাজনৈতিক নয় বলা মানে বাস্তবতাকে এড়িয়ে যাওয়া।’

তার মতে, উৎসবের মৌনতা এই হত্যাযজ্ঞকে আরও বৈধতা দিচ্ছে।

তবে প্রাথমিকভাবে কান জুরি প্রেসিডেন্ট জুলিয়েত বিনোশের নাম স্বাক্ষর তালিকায় দেখা গেলেও পরে তার মুখপাত্র জানান তিনি এতে স্বাক্ষর করেননি।

এ বছর কানে থাকছে ‘ইউক্রেন ডে’- যেখানে দেখানো হবে প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কিকে নিয়ে দুটি তথ্যচিত্র এবং ইউক্রেন যুদ্ধের সম্মুখসারির একটি সিনেমা। 

অথচ গাজার জন্য নির্ধারিত নেই এমন কোনো আয়োজন। ফারসির তথ্যচিত্রটি ছাড়াও ফিলিস্তিনি যমজ পরিচালক আরাব ও তরজান নাসের ২০০৭ সালের গাজা পরিস্থিতি নিয়ে তৈরি তাদের কাহিনিচিত্রও দেখানো হবে কানের একটি সেকশনে।

চলচ্চিত্র, রাজনীতি আর প্রতিবাদে বেশখানিকটা ভিন্নরূপী এবারের কান উৎসব। যেখানে লাল গালিচার ঝলমলে চাদরের আড়ালে লুকিয়ে আছে যুদ্ধ, না বলা সত্য আর নিঃশব্দ আর্তনাদের গল্প।

আরবি/নক

Link copied!