বুধবার, ২০ আগস্ট, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


বিনোদন ডেস্ক

প্রকাশিত: আগস্ট ২০, ২০২৫, ০৭:২৩ পিএম

মুজিবকে নিয়ে পোস্টের ব্যাখ্যা দিলেন শাকিব খান

বিনোদন ডেস্ক

প্রকাশিত: আগস্ট ২০, ২০২৫, ০৭:২৩ পিএম

জনপ্রিয় চিত্রনায়ক শাকিব খান। ছবি - সংগৃহীত

জনপ্রিয় চিত্রনায়ক শাকিব খান। ছবি - সংগৃহীত

১৫ আগস্ট বঙ্গবন্ধুকে নিয়ে করা ফেসবুক পোস্ট ঘিরে সমালোচনার ঝড় ওঠে ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়ক শাকিব খানের জীবনে। সেই বিতর্কের আঁচ ছড়ায় সোশ্যাল মিডিয়া থেকে গণমাধ্যম পর্যন্ত। অবশেষে মুখ খুললেন ‘সুপারস্টার’ খ্যাত এই অভিনেতা।

একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে শাকিব খান বলেন, ‘সম্প্রতি দেওয়া আমার পোস্ট কাউকে মনঃক্ষুণ্ণ করার কোনো উদ্দেশ্য ছিল না। যারা এটাকে কেন্দ্র করে নানাভাবে ব্যাখ্যা দিচ্ছেন, সেটা মোটেও গ্রহণযোগ্য নয়। আমার শ্রদ্ধা, ভালোবাসা এবং কাজ সব সময় দেশ ও দেশের মানুষের জন্য।’

 শাকিব খান। ছবি - সংগৃহীত

বিতর্ক থামাতে গিয়ে নায়ক আরও যুক্ত করলেন, ‘আমাদের দেশে তো এখন সব সেক্টরে সংস্কার চলছে। ভেবেছিলাম চিন্তা-ভাবনাতেও সেই সংস্কার আসবে। জাতির শ্রেষ্ঠ সন্তানরা রাজনীতির ঊর্ধ্বে থাকবেন -এটা সবার কাম্য। তাদের স্মরণ করা কোনো রাজনৈতিক দলের সীমাবদ্ধতায় আটকে থাকা উচিত নয়। যেমন জুলাইয়ের গণ-অভ্যুত্থানে শহীদদের আমরা স্মরণ করেছি, তেমনি অতীতে দেশের জন্য যারা জীবন দিয়েছেন, তাদের প্রতিও শ্রদ্ধা দেখানো উচিত।’

শাকিব খান আক্ষেপ ঝরিয়ে বলেন, ‘অনেক সময় জাতির শ্রেষ্ঠ সন্তানদের নাম আর ত্যাগ রাজনৈতিক স্বার্থে ব্যবহার করা হয়। এটা আমাদের বন্ধ করা উচিত। দেশের জন্য যারা সর্বস্ব দিয়েছেন, তাদের প্রতি সম্মান দেখানো আমাদের নৈতিক দায়িত্ব। বিভাজন নয়, বরং তাদের নিয়ে ঐক্য গড়ে তোলাই জরুরি।’

 শাকিব খান। ছবি - সংগৃহীত

রাজনীতি প্রসঙ্গে নায়ক জানালেন, তিনি কখনো কোনো রাজনৈতিক দলে যুক্ত ছিলেন না। তার ভাষায়, ‘বিগত বছরগুলোতে আমাকে রাজনীতিতে যোগদানের অফার দেওয়া হয়েছিল, কিন্তু শুধু সিনেমার কথা ভেবে আমি সবসময় এড়িয়ে গেছি। কোনো রাজনৈতিক পদে দায়িত্ব নেইনি, কোনো সুবিধাও নিইনি। বরং অনেক সময় রাজনীতির কারণে আমার ব্যক্তিজীবন আর কাজ বাধার মুখে পড়েছে -সেটা তো সবারই জানা।’

বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানাতে গিয়ে সমালোচনার মুখে পড়লেও শাকিবের ব্যাখ্যা যেন ভক্তদের মনে নতুন প্রশ্নের জন্ম দিয়েছে -নায়ক কি শুধু সিনেমাতেই থাকতে পারবেন, নাকি সময়ের দাবিতে একদিন রাজনীতির ময়দানেও দেখা যাবে ‘কিং খান’-কে?

 

রূপালী বাংলাদেশ

Link copied!