নেটফ্লিক্সের জনপ্রিয় সিরিজ ওয়েডনেসডে-র দ্বিতীয় মৌসুমে জেনা ওর্তেগার ফেরার খবরে যখন ভক্তদের মাঝে উৎসবের আমেজ, ঠিক তখনই সামনে এলো তার পারিশ্রমিক নিয়ে চমকপ্রদ তথ্য।
প্রথম মৌসুমে যেখানে প্রতি পর্বে জেনা পেয়েছিলেন ৩০ হাজার মার্কিন ডলার, এবার সেটিই বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ৫০ হাজার মার্কিন ডলারে। বাংলাদেশি টাকায় যার পরিমাণ প্রায় ২ কোটি ৭ লাখ টাকা।

এই বিশাল বাড়তি পারিশ্রমিক তাকে নিয়ে গেছে তার প্রজন্মের সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া অভিনেত্রীদের কাতারে।
২০২২ সালে প্রথম মুক্তি পাওয়া সিরিজটি প্রথম তিন সপ্তাহেই নেটফ্লিক্সের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ দেখা ইংরেজি ভাষার সিরিজে পরিণত হয়। একই সঙ্গে এটি গোল্ডেন গ্লোব-এর দুটি মনোনয়নও পায়।

প্রথম মৌসুমে টিম বার্টনের প্রযোজনায় তৈরি হওয়া এই সুপারন্যাচারাল কমেডি সিরিজে ‘ওয়েডনেসডে অ্যাডামস’ চরিত্রে অভিনয় করে বিশ্বজুড়ে রাতারাতি পরিচিতি পেয়ে যান জেনা।
শুরুতে ৩০ হাজার ডলার করে পাওয়া এই অভিনেত্রী মৌসুমের শেষ দিকে মোট আটটি পর্বের জন্য পারিশ্রমিক পান ২ লাখ ৪০ হাজার ডলার।
দ্বিতীয় মৌসুমের প্রথম অংশ ৬ আগস্ট থেকে স্ট্রিমিং শুরু হয়েছে নেটফ্লিক্সে। এর আগে ৩০ জুলাই লন্ডনে অনুষ্ঠিত হয় সিরিজটির প্রিমিয়ার, যেখানে সাপের চামড়ার মতন ঝলমলে পোশাক আর ব্লিচড ভ্রু নিয়ে রেড কার্পেটে আলোচনায় ছিলেন ২২ বছর বয়সি এই অভিনেত্রী।

অবশ্য পারিশ্রমিকে বিশাল এই বৃদ্ধির পরও ওয়েডনেসডে সেটে সবচেয়ে ধনী সদস্য নন জেনা। এই তালিকায় সবচেয়ে ওপরে আছেন মরটিশিয়া অ্যাডামস চরিত্রে অভিনয় করা অভিনেত্রী ক্যাথরিন জেটা-জোন্স। তার মোট সম্পদের পরিমাণ প্রায় ১৫০ মিলিয়ন ডলার। দ্বিতীয় স্থানে আছেন নতুন প্রিন্সিপাল চরিত্রে আসা অভিনেতা স্টিভ বুশেমি, যার সম্পদ প্রায় ৩৫ মিলিয়ন ডলার।

জেনা ওর্তেগা এর আগে জেন দ্য ভার্জিন, স্ক্রিম, এক্স ও বিটলজুস বিটলজুস-এর মতো সিনেমা ও সিরিজে অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন। ৯ বছর বয়সে টুথপেস্টের বিজ্ঞাপন দিয়ে শুরু হওয়া তার অভিনয়জীবনে এখন তার মোট সম্পদ ৫ মিলিয়ন ডলার।
আপনার মতামত লিখুন :