ঢাকা রবিবার, ১৮ মে, ২০২৫

আর রাজনীতি করব না: হিরো আলম

রূপালী ডেস্ক
প্রকাশিত: মে ১৮, ২০২৫, ০১:৩৫ পিএম
হিরো আলম। ছবি: সংগৃহীত

আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর আশরাফুল হোসেন আলম ওরপে হিরো আলম রাজনীতি থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন এবং আর কখনো রাজনীতিতে ফিরবেন না বলে জানিয়েছেন। শনিবার (১৭ মে) বিকেলে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের শম্ভুপুরা ইউনিয়নের দুর্গাপ্রসাদ এলাকায় স্বপন জেন্টস পার্লারের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ ঘোষণা দেন।

তিনি বলেন, আমি চারবার জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়েছি। দুইবার জনগণের বিপুল সমর্থন পেয়েছিলাম। কিন্তু বর্তমানে দেশের রাজনৈতিক পরিস্থিতিতে নির্বাচন করার মতো অবস্থা নেই। তাই আমি রাজনীতি থেকে চলে যাচ্ছি এবং রাজনীতিতে আর কামব্যাক করব না।

হিরো আলম আরও বলেন, প্রতিটি মানুষের জীবনে স্বপ্ন থাকে। অনেকেই আমাকে ছোট করে দেখেছে, কিন্তু ছোট হওয়ার কিছু নেই। পরিশ্রম করলে যেকোনো স্বপ্ন সফল হয়। স্বপন ভাইয়ের সেলুনে এই এলাকার সবাই যেন আসেন, আমি তার সফলতা কামনা করি।

রাজনীতিতে নিজের অভিজ্ঞতার বর্ণনায় তিনি বলেন, যে দেশের জনগণের জন্য আমি আন্দোলন-সংগ্রাম করলাম, সেই জনগণই ছোট ভুলে আমাকে ধিক্কার দিল। ন্যায়ের পক্ষে দাঁড়িয়েছি, ছাত্র রাজনীতি করেছি, কিন্তু বিনিময়ে পেয়েছি অপমান, লাঞ্ছনা ও মারধর। আদালতের কাছেও ন্যায়বিচার পাইনি।

তিনি বলেন, আমরা ভেবেছিলাম পরিবর্তন আনব, কিন্তু বাস্তবে কিছুই পাল্টায়নি। তাই এখন আমি মিডিয়াতেই কাজ করতে চাই। সামনে অনেক কাজ রয়েছে মিডিয়াকে ঘিরে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পার্লারের মালিক স্বপন মিয়া, শম্ভুপুরা ইউপির সদস্য খোরশেদ ফরাজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা