ভারতের ব্যাঙ্গালুরুতে পারফর্ম করতে গিয়ে পুলিশের হাতে আটক হলেন জনপ্রিয় জার্মান কনটেন্ট ক্রিয়েটর ও নৃত্যশিল্পী নোয়েল রবিনসন। ৩০ জুলাই শহরের ব্যস্ত সড়কে নাচ শুরু করতেই প্রচুর ভিড় জমে যায়, আর সেই ভিড় সামাল দিতে হিমশিম খেতে হয় ট্রাফিক পুলিশকে। পরিস্থিতি সামাল দিতে পুলিশ নোয়েলকে অল্প সময়ের জন্য হেফাজতে নেয়।
একই দিনে আরও এক জার্মান ইনফ্লুয়েন্সার ইউনেস জারুকেও একই অভিযোগে আটক করে পুলিশ। তিনি ইউরোপের অন্যতম জনপ্রিয় কনটেন্ট নির্মাতা হিসেবে পরিচিত।
ভারতীয় পুলিশের দাবি, তারা অনুমতি না নিয়েই জনসমক্ষে পারফর্ম করতে গিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করেন। নিরাপত্তার স্বার্থে তাদের সাময়িক আটক রাখা হয়। পরে দুই ডলার জরিমানা দিয়ে তাদের ছেড়ে দেওয়া হয়।
হেফাজত থেকে ছাড়া পেয়ে নোয়েল ইনস্টাগ্রামে এক ভিডিও বার্তায় বলেন, ‘আমি ভয় পেয়েছিলাম, মনে হচ্ছিল জেলে পাঠাবে। তবে এখন আমি নিরাপদ, আর আমি ভারতকে ভালোবাসি!’
নোয়েলের ইনস্টাগ্রামে রয়েছে ১.১ কোটির বেশি অনুসারী। তিনি স্ট্রিট ডান্স ও আফ্রো হেয়ার স্টাইল দিয়ে মুহূর্তে মানুষের মন জয় করে নিতে পারেন। কয়েক সপ্তাহ আগেই ঢাকায় এসেছিলেন এই স্টার। সংসদ ভবন, ঢাকা বিশ্ববিদ্যালয়, লালবাগ কেল্লাসহ বিভিন্ন জায়গায় ঘুরে নাচ করে ভাইরাল হয়েছিলেন তিনি।
গুলশানে তাকে দেখা গেছে বাংলাদেশের নৃত্যশিল্পী হৃদি শেখের সঙ্গে রাস্তায় নাচতে, আর সংগীতশিল্পী জেফার রহমানের সঙ্গেও তার আড্ডার ছবি ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।
সম্প্রতি মুম্বাইতেও এক পুলিশ কর্মকর্তার সঙ্গে নেচে আলোচনায় আসেন নোয়েল। তবে ভারতের কিছু শহরে অনুমতি ছাড়া স্ট্রিট পারফর্ম্যান্স করলে প্রশাসন যে কঠোর হতে পারে, তা এবার স্পষ্ট করে দিল ব্যাঙ্গালুরু পুলিশ।
আপনার মতামত লিখুন :