ঢাকা বুধবার, ১৩ আগস্ট, ২০২৫

হার্ট অ্যাটাক করেছেন হিরো আলম

রূপালী ডেস্ক
প্রকাশিত: আগস্ট ১৩, ২০২৫, ০৯:২১ পিএম
আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম। ছবি- সংগৃহীত

আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম আজ সন্ধ্যায় হার্ট অ্যাটাক করেছেন। তার সামাজিক মাধ্যমের প্রোফাইলে খবরটি নিশ্চিত করা হয়। ইতোমধ্যে খবরটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে, যা ভক্ত ও সমর্থকদের মধ্যে উদ্বেগ তৈরি করেছে।

হিরো আলমের পোস্ট। ছবি- সংগৃহীত

দীর্ঘদিন ধরে হিরো আলমের মানসিক চাপ ও হতাশা চলছিল। তার ব্যক্তিগত জীবনের জটিলতার মধ্যে রয়েছে স্ত্রী রিয়ামনি সম্পর্কিত বিরোধ। চলতি মাসের সাত তারিখে রিয়ামনি সরকারি তালাক নোটিশ পাঠিয়েছেন। এর আগে সামাজিক মাধ্যমে বিভিন্ন অভিযোগও দেখা গেছে—স্ত্রীকে নিয়ে পারিবারিক ঝামেলা, পরকীয়া সংক্রান্ত বক্তব্য এবং সন্তানদের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ।

হিরো আলম সম্প্রতি সামাজিক মাধ্যমে নিজের মানসিক কষ্ট প্রকাশ করেছেন। বিশেষত গতকাল তিনি নিজেকে মৃত ঘোষণা ও নিজের জানাজার সময় জানানো ছাড়াও রিয়ামনিকে দোষী সাব্যস্ত করে একাধিক পোস্ট করেন ফেসবুকে। সেই বার্তায় তিনি উল্লেখ করেন, ‘আমার জীবন পদে পদে মানসিক যন্ত্রণায় ভরা, আজ আমার জীবন শেষ করে দিয়েছে।’

হিরো আলম ও রিয়ামনি। ছবি- সংগৃহীত

এমনকি তিনি একটি আবেগঘন বিদায়বার্তাও লেখেন, যা পড়ে স্পষ্ট বোঝা যায় যে তিনি আত্মহননের পথ বেছে নিতে যাচ্ছিলেন। যদিও পরে তিন সন্তান আনু, আঁখি ও আবিরের অনুরোধে নিজের সিদ্ধান্ত পরিবর্তন করেন। তবে পরিবার, সামাজিক প্রত্যাশা এবং মানসিক চাপের সমন্বয় তার শারীরিক অবস্থায় প্রভাব ফেলেছে বলে ধারণা করা হচ্ছে।

হিরো আলম। ছবি- সংগৃহীত

ভক্ত ও সমর্থকরা তার স্বাস্থ্যের খবর নিয়ে উদ্বিগ্ন হয়ে সামাজিক মাধ্যমে প্রতিক্রিয়া দিয়েছেন। বিশেষজ্ঞরা বলছেন, দীর্ঘমেয়াদি মানসিক চাপ ও পারিবারিক দ্বন্দ্ব হার্ট এটাকের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ প্রভাব রাখতে পারে।