ঢাকা রবিবার, ১৭ আগস্ট, ২০২৫

ইতিহাসে প্রথমবার মিস ইউনিভার্সে ফিলিস্তিন

বিনোদন ডেস্ক
প্রকাশিত: আগস্ট ১৬, ২০২৫, ০৯:৫১ পিএম
মিস ইউনিভার্স প্রতিযোগীতায় প্যালেস্টাইনের হয়ে প্রতিনিধিত্বকারী নাদিন আয়ুব। ছবি- সংগৃহীত

বিশ্বসৌন্দর্যের মঞ্চে ইতিহাস গড়তে চলেছে ফিলিস্তিন। এই প্রথম মধ্যেপ্রাচ্যের যুদ্ধবিদ্ধস্ত এই দেশ থেকে  কোনো প্রতিযোগী অংশ নিচ্ছেন মিস ইউনিভার্স প্রতিযোগীতায়। আগামী ২১ নভেম্বর থাইল্যান্ডের পাক ক্রেটে বসছে ৭৪তম আসর, আর সেখানেই প্যালেস্টাইনের হয়ে প্রতিনিধিত্ব করবেন ২৭ বছর বয়সী নাদিন আয়ুব।

নাদিন আয়ুব। ছবি- সংগৃহীত

আয়ুবের এই যাত্রা শুধু সৌন্দর্যের নয়, বরং প্রতিরোধ আর অস্তিত্বের লড়াইয়েরও প্রতীক হয়ে উঠেছে। তিনি বলেন, ‘এই সময়ে মিস ইউনিভার্সের মঞ্চে দাঁড়ানো মানে শুধু একটি প্রতিযোগিতায় অংশ নেওয়া নয়, বরং প্যালেস্টাইনের কণ্ঠ হয়ে দাঁড়ানো। আমরা শুধু আমাদের কষ্ট নই, আমরা আশা, স্থিতি আর এক হৃদস্পন্দন যা আমাদের মাতৃভূমিকে বাঁচিয়ে রাখে।’

তার অংশগ্রহণকে ঘিরে সোশ্যাল মিডিয়ায় উচ্ছ্বাসের পাশাপাশি এসেছে সমালোচনাও। কেউ কেউ বলছে, ‘মিস প্যালেস্টাইন’ বলে কিছু নেই, কারণ রাষ্ট্র হিসেবেই প্যালেস্টাইনকে মানতে নারাজ তারা। আবার কেউ কটাক্ষ করে লিখছে, ‘গাজার অবস্থা নাকি ভয়াবহ, কিন্তু তার চেহারায় তো তা বোঝা যাচ্ছে না।’ 

তবে সমর্থকরা মনে করছেন, আয়ুবের উপস্থিতি এ মুহূর্তে শুধু প্রতিযোগিতার অংশ নয়, বরং এক রাজনৈতিক ও মানবিক বার্তা- যে প্যালেস্টাইন আছে, তাদের কণ্ঠ আছে, তাদের পরিচয়কে মুছে ফেলা যাবে না।

নাদিন আয়ুব। ছবি- সংগৃহীত

বিশ্বের সবচেয়ে বড় সৌন্দর্য প্রতিযোগিতায় এবার মঞ্চ ভাগ করবেন তিনি মিস ইসরায়েল মেলানি শিরাজের সঙ্গেও। ফলে প্রতিযোগিতার মঞ্চে ঐতিহাসিক এই প্রতিদ্বন্দ্বীতা নিয়েও বাড়ছে আন্তর্জাতিক মহলের আগ্রহ।