আজ কিংবদন্তি সংগীতশিল্পী আইয়ুব বাচ্চুর জন্মদিন। বাংলার ব্যান্ডসংগীতের এই দিকপালের নাম শুনলেই ভেসে ওঠে অসংখ্য স্মৃতি, অসংখ্য সুর। সেই জন্মদিনে তাকে স্মরণ করে আবেগঘন একটি বার্তা দিয়েছেন দেশের জনপ্রিয় তরুণ গিটারিস্ট অনি হাসান।
কিছুদিন আগে প্রথমবারের মতো বাংলাদেশে একজন গিটারিস্ট হিসেবে একক কনসার্ট করেছেন অনি। দেশের ইতিহাসে এই কৃতিত্ব তার নামের সঙ্গেই জড়িয়ে গেল। অথচ এই আয়োজন কেবল তার ব্যক্তিগত সাফল্য নয়, এটি ছিল আইয়ুব বাচ্চুর বহুদিনের লালিত স্বপ্ন। তিনি সবসময় বলতেন একদিন বাংলাদেশেও হবে গিটারিস্টদের একক শো, সেই স্বপ্নই যেন অনির হাত ধরে ধীরে ধীরে বাস্তব রূপ নিচ্ছে।
এই উপলক্ষে আইয়ুব বাচ্চুকে স্মরণ করে অনি লিখেছেন, ‘শুভ জন্মদিন আইয়ুব বাচ্চু। কিছুদিন আগে আমার প্রথম সোলো কনসার্ট করলাম। আপনার একটা স্বপ্ন ছিল একদিন বাংলাদেশে গিটারিস্টদের সোলো শো হবে। সেই স্বপ্ন হয়তো আস্তে আস্তে পূরণ হচ্ছে। আপনি থাকলে আমার ঠিক পাশেই থাকতেন এবং আমাকে সেই সাপোর্ট দিতেন, যা অন্য কোনো গিটারিস্ট কখনো দেয়নি, দিতোওনা। ভালো থাকবেন ওপারে।’
অনি হাসান বাংলাদেশের রক ও ব্যান্ডসংগীতের অঙ্গনে এক উজ্জ্বল নাম। নতুন প্রজন্মের মধ্যে যেভাবে তিনি গিটার বাজানোকে জনপ্রিয় করে তুলেছেন, তা নিঃসন্দেহে ব্যান্ডসংগীতের প্রতি তার ভালোবাসার প্রমাণ। আইয়ুব বাচ্চুর সান্নিধ্য এবং স্নেহ তিনি পেয়েছিলেন, সেই সম্পর্কই তাকে বারবার অনুপ্রাণিত করেছে এগিয়ে যেতে।
আজ আইয়ুব বাচ্চু নেই, কিন্তু তার স্বপ্ন বেঁচে আছে, তার সুর বেঁচে আছে। অনি হাসানের একক কনসার্ট যেন সেই স্বপ্নেরই বাস্তব প্রতিধ্বনি, যা প্রমাণ করে ওপার থেকেও তার প্রভাব এখনো বাজছে বাংলার প্রতিটি গিটারের তারে।