ঢাকা শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫

বিচ্ছেদের গুঞ্জনের জবাবে শক্তিশালী বার্তা যশ-নুসরাতের

বিনোদন ডেস্ক
প্রকাশিত: আগস্ট ২৮, ২০২৫, ১০:৪১ পিএম
টালিউডের তারকা জুটি যশ দাসগুপ্ত ও নুসরাত জাহান। ছবি- সংগৃহীত

টালিউডের আলোচিত জুটি যশ দাসগুপ্ত আর নুসরাত জাহানকে ঘিরে বিচ্ছেদের কানাঘুষো দিন দিন যেন আরও চওড়া হচ্ছে। মাসখানেক ধরেই শোনা যাচ্ছে, যশ নাকি মন দিয়েছেন অন্য কারও দিকে, নুসরাতকে এড়িয়ে যাচ্ছেন; আবার কেউ বলছে, মান-অভিমানের দেওয়াল নীরবে টানছে সম্পর্কের তার। এমন ফিসফাসে নুসরাতও নাকি হয়েছেন ক্ষুব্ধ।

কিন্তু এইসব জল্পনার মাঝেই বৃহস্পতিবার ইনস্টাগ্রামে এক ফ্রেমে দুজনের হাসিমাখা ছবি। ছবির ক্যাপশনে যেন ছুড়ে দিলেন স্পষ্ট বার্তা। ‘লোকে গল্প বানাক, আমরা আমাদের গল্পের মতো জীবন উপভোগ করি।’ মানে, রিল লাইফে গসিপের ফিল্টার যতই ব্লার হোক, রিয়াল লাইফে এখনো দুজনের কেমিস্ট্রি তুঙ্গে।

যশ ও নুসরাতের ইন্সটাগ্রামে শেয়ার করা। ছবি- সংগৃহীত

তবে ঘটনাগুলো একমুখী নয়। ছেলের জন্মদিনে নুসরাতকে দেখা গেল একা, গণেশ পূজার দিনও যশ ছিলেন একাই। ফলে কানাঘুষো রটে গেল দাবানলের মতো, ডিসেম্বর থেকে নাকি আলাদা থাকছেন তারা! অথচ নুসরাতের জবাব সোজা, ‘ঘরের চার দেওয়ালের সমীকরণ বাইরে বলব না।’

নুসরাত ও যশ। ছবি- সংগৃহীত

এখন প্রশ্ন, এই হাস্যোজ্জ্বল ফ্রেম কি তাদের ছবির চূড়ান্ত দৃশ্য, নাকি এর নেপথ্যে রয়েছে নতুন কোনো প্লট টুইস্ট? টালিউডে দর্শক কিন্তু এখনো পপকর্ন হাতে বসে অপেক্ষায়।