বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মার্চ ২০, ২০২৫, ০৩:০৪ পিএম

বৈশাখী টেলিভিশনের ঈদ আয়োজন

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মার্চ ২০, ২০২৫, ০৩:০৪ পিএম

বৈশাখী টেলিভিশনের ঈদ আয়োজন

মিহি ও আলভী। ছবি: সংগৃহীত

ঈদুল ফিতর উপলক্ষে বৈশাখী টেলিভিশনের আয়োজনে থাকছে ২৭ নাটক, ৭টি সিনেমা, জনপ্রিয় শিল্পীদের পরিবেশনায় সংগীতানুষ্ঠান এবং বিশেষ কমেডি শো ‘ফানি মোমেন্ট’সহ নানা আয়োজন। বিশেষ সংগীতানুষ্ঠানগুলোর মধ্যে ঈদের ৭ দিন সকাল ৮.১৫ মিনিটে প্রচার হবে ‘বৈশাখীর সকালের গান’। লিটু সোলায়মানের প্রযোজনায় অংশ নেবেন রিজিয়া পারভীন, শবনম প্রিয়াংকা, শীলা দেবী, পূজা, সেনিজ, অনিন্দিতা অথি ও উর্মি খান।

ঈদের ৭ দিন সকাল ১১ টায় প্রচার হবে বিশেষ সংগীতানুষ্ঠান ‘গানে গানে ঈদ আনন্দ’। লিটু সোলায়মানের প্রযোজনায় এ অনুষ্ঠানে অংশ নেবেন কণ্ঠশিল্পী ঐশী, সাব্বির, লুইপা, লিজা, আশিক, দিপা, ইথুন বাবু, পরান, মৌসুমী, গামছা পলাশ, নিশি শ্রাবনী, রাজীব ও সানজিদা রিমি। অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন তাসনুভা মোহনা, তাবাসসুম প্রিয়াংকা, তমা রশিদ ও আসিন জাহান। নিকোলাস হীরার প্রযোজনায় এবং তমা রশিদের উপস্থাপনায় ঈদের ৭ দিন দুপুর ১ টায় প্রচার হবে চলচ্চিত্রের জনপ্রিয় গান নিয়ে অনুষ্ঠান ‘শুধু সিনেমার গান’।

ঈদের দিন দুপুর ১২.৩০ মিনিটে প্রচার হবে কমেডি শো ‘ফানি মোমেন্ট’। বৈশাখী টিভিতে প্রচারিত বিভিন্ন নাটকের হাস্যরস ও ফান নিয়েই এ অনুষ্ঠান। দুপুর ১.৩০ মিনিটে প্রচার হবে বৈশাখী টিভিতে প্রচারিত বিভিন্ন নাটকে ব্যবহৃত গান নিয়ে বিশেষ অনুষ্ঠান ‘নাটকের গান’। অনুষ্ঠান দুটি প্রযোজনা করেছেন নিকোলাস হীরা।

ঈদের ৭দিন দুপুর ২.৩০ মিনিট থেকে প্রচার হবে ৭টি সিনেমা। ঈদের দিন প্রচার হবে ‘কোটি টাকার কাবিন’, দ্বিতীয় ‘আকাশ ছোঁয়া ভালোবাসা’, তৃতীয় দিন ‘পুড়ে যায় মন’, চতুর্থ দিন ‘মায়ের হাতে বেহেস্তের চাবি’, ৫ম দিন ‘বউ শাশুড়ির যুদ্ধ’, ৬ষ্ঠ দিন ‘চুপি চুপি প্রেম’ ও ঈদের ৭ম দিন প্রচার হবে ‘সবার উপরে তুমি’। গুণী পরিচালকাদের সিনেমাগুলোতে অভিনয় করেছেন তারকা শিল্পীরা।

২৭টি নাটকের মধ্যে ১৫টি একক, ৭ পর্বের ৫টি ধারাবাহিক এবং ৭টি মেগা নাটক। একক নাটকগুলো প্রচার হবে প্রতিদিন রাত ৮.১৫ মিনিটে এবং ৯.৫৫ মিনিটে। এর বাইরে চাঁদ রাতে ১০টায় প্রচার হবে নাজিম উদ্দিন পাপ্পুর রচনা ও পরিচালনায় একক নাটক ‘গহীনে বিজয়’। প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন- বিজরী বরকতউল্লাহ ও ইন্তেখাব দিনার।

বাকি ১৪টি একক নাটকের মধ্যে—মোশারফ করিম-তানিয়া বৃষ্টি অভিনীত ‘টোনাটুনির সংসার’,  খায়রুল বাসার-সাফা কবির অভিনীত ‘প্রেম অথবা মায়া’, তৌসিফ-কেয়া পায়েলে ‘কামিনা আমিনা’, খায়রুল বাসার-তানজিন তিশার ‘মন খারাপের ঘর’, মোশাররফ করিম-রোবেনা জুঁই অভিনীত ‘প্যারা আজমল’, রাশেদ সীমান্ত-অলংকার চৌধুরীর ‘প্রেমের ফুল ফোটেনা’, নিলয়-হিমির ‘অকর্মা’, জোভান-কেয়া পায়েলের ‘ডাকাতিয়া প্রেম’, জোভান-তানজিন তিশার ‘স্বপ্নের শেষ ঠিকানা’, মোশাররফ করিম-প্রভার ‘সেইম সেইম’, আফজাল হোসেন-সাদিয়া ইসলাম মৌ অভিনীত ‘কোন একদিন’, রাশেদ সীমান্ত-ফারজানা আহসান মিহির ‘আফ্রিকান পরিবার’, শ্যামল মাওলা-মাইমুনা মমর ‘অভাবের সংসার’ এবং যাহের আলভী ও মায়শা প্রাপ্তির ‘আমার কোন গার্লফ্রেন্ড নাই’।

ঈদের ৫টি ৭ পর্বের ধারাবাহিক হচ্ছে—আল হাজেনের পরিচালনায় রাশেদ সীমান্ত-অহনা অভিনীত ‘লন্ডনী জামাই’, ফরিদুল হাসানের যাহের আলভী-ফারজানা আহসান মিহির ‘মানি লোকের মান’, হাসান জাহাঙ্গীরের পরিচালনায় কাজী হায়াৎ, ওমর সানী, ডন অভিনীত ‘ব্ল্যাকমানি’, মাহমুদ হাসান রানার পরিচালনায় মীর সাব্বীর, শমী, আ খ ম হাসান, মিহি অভিনীত ‘শাশুড়ির বিয়ে’ এবং রুহুল আমিন শিশিরের পরিচালনায় শহীদুজ্জামান সেলিম, ফারহানা মিলি, ফারজানা ছবি ও আইনুন পুতুল অভিনীত ‘ট্রাক ড্রাইভার’।

ঈদ অনুষ্ঠানমালায় প্রতিদিন রাত ১১.৪০ মিনিট প্রচার হবে ৭টি মেগা নাটক। নাটকগুলো হচ্ছে—শিপন মিত্র, আঁচল আখি, মানসী প্রকৃতি অভিনীত ‘কুবের মাঝি’, ইরফান সাজ্জাদ-নাবিলার ‘সাহেব বিবি গোলাম’, আরফান আহমেদ-মৌটুসী বিশ্বাসের ‘আমি মানুষ’, সজল- নাদিয়া মিমের ‘হৃদয়ে তুমি’, মাসুদ রানা মিঠু- মিহির ‘পাঁচ টন’, চিত্রনায়িকা পপি-হাসান জাহাঙ্গীর অভিনীত ‘নায়িকার বিয়ে ২’ এবং আমিরুল হক চৌধুরী, শশী, আ খ ম হাসান, বীথি রানী সরকার অভিনীত ‘ভাগ্যবিবি’।

ঈদ আয়োজন নিয়ে বলতে গিয়ে বৈশাখী টিভির প্রধান সম্পাদক ও উপব্যবস্থাপনা পরিচালক টিপু আলম মিলন বলেন, ‘বিগত বছরের তুলনায় এবারকার ঈদে আমরা অনেক বেশি আনন্দিত। কারণ, দীর্ঘ ১২ বছরেরও অধিক সময় কারাগারে বন্দি থাকার পর আমাদের প্রাণপ্রিয় ব্যবস্থাপনা পরিচালক, বহুমুখী প্রতিভার অধিকারি মোহাম্মদ রফিকুল আমিন মুক্তি পেয়েছেন। তার বলিষ্ঠ নেতৃত্বে বৈশাখী টেলিভিশন নতুন করে এগিয়ে যাবে বলে আমি বিশ্বাস করি। বৈশাখী টেলিভিশনের মূল লক্ষ্যই হচ্ছে দর্শকদের বিনোদন দেওয়া। আর বিনোদন প্রিয় মানুষকে কিছুটা বিনোদন দেয়ার জন্যই আমাদের এ আয়োজন। কতটুকু সফল হতে পারব সে বিচারের ভার বৈশাখী টেলিভিশনের দর্শকদের, যাদের ভালোবাসা আর অনুপ্রেরণায় আমাদের এগিয়ে চলা।’

রূপালী বাংলাদেশ

Link copied!