ঘরের সাধারণ জিনিস দিয়েই অনেক সময় বড় সমস্যার সহজ সমাধান পাওয়া যায়। এমনই এক অভিনব কৌশল হলো, ফ্রিজের ভেতর টয়লেট টিস্যু রাখা। অনেকেই হয়তো এ বিষয়ে জানেন না, তবে বিশেষজ্ঞরা বলছেন, এই সহজ উপায় আপনার ফ্রিজকে রাখতে পারে আরও পরিষ্কার, দুর্গন্ধমুক্ত ও স্বাস্থ্যকর।
ফ্রিজের ভেতর থেকে অনেক সময় মাছ, মাংস, ফল বা অন্যান্য খাবারের মিশ্র গন্ধ তৈরি হয়। টয়লেট টিস্যু ফ্রিজের ভেতরের অতিরিক্ত আর্দ্রতা শোষণ করে, যার ফলে দুর্গন্ধ অনেকটাই কমে যায়।ফ্রিজের ভেতর অতিরিক্ত আর্দ্রতার কারণে খাবার দ্রুত নষ্ট হয় এবং ব্যাকটেরিয়া জন্ম নিতে পারে। টয়লেট টিস্যু এই আর্দ্রতা শোষণ করে পরিবেশকে রাখে শুষ্ক এবং খাবার টিকে থাকে বেশি দিন।
সম্প্রতি ইংল্যান্ডভিত্তিক খাদ্যবিষয়ক ওয়েবসাইট ‘অনেস্ট ফুড টক’-এর সম্পাদক রুইজ আস্রি বলেন, এই কৌশলের পেছনে আছে টয়লেট পেপারের শোষণ ক্ষমতা। ফ্রিজের আর্দ্রতার কারণে প্রায়ই ছত্রাক ও দুর্গন্ধ সৃষ্টি হয়। ফ্রিজে টয়লেট পেপার লাখলে অতিরিক্ত আর্দ্রতা শুষে নেয় এবং কটু গন্ধ দূর করে।
পদ্ধতিটি ব্যবহারকারীদের দাবি, এই পদ্ধতি বেশ কার্যকর। ফ্রিজে রাখা বাসি খাবার বা দুধ থেকে দুর্গন্ধ ছড়ায়, যা ব্যবহারকারীদের জন্য অস্বস্তিকর। ফলে ফ্রিজের ভেতর টয়লেট পেপার রাখলে এই সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। কারণ টয়লেট পেপার ফ্রিজের দুর্গন্ধের জন্য দায়ী আর্দ্রতা শোষণ করে নিতে পারে।
তবে মনে রাখতে হবে, ফ্রিজে রাখা টয়লেট পেপার প্রতি তিন সপ্তাহ পরপর বদলানো উচিত। যদিও এই পদ্ধতি সবার কাছে স্বাভাবিক নাও মনে হতে পারে। এ ক্ষেত্রে বিকল্প হিসেবে আরেকটি উপায় জানিয়েছে লাইফস্টাইল বিষয়ক ওয়েবসাইট ‘প্যারাদে’।
প্রতিবেদনে বলা হয়, খরচ ও কার্যকারিতার দিক থেকে বেকিং সোডা হতে পারে ভালো একটি বিকল্প। এটি শুধু অতিরিক্ত আর্দ্রতাই নয়, দুর্গন্ধের জন্য দায়ী অ্যাসিডও শোষণ করে ফ্রিজকে রাখে পরিষ্কার ও সতেজ। যেখানে টয়লেট পেপার তিন সপ্তাহ পর পর বদলাতে হয়, সেখানে বেকিং সোডা বদলাতে হয় মাত্র তিন মাসে একবার। ফলে এটি আরও সাশ্রয়ী ও দীর্ঘস্থায়ী সমাধান।
তবে যারা দুর্গন্ধ দূর করতে টয়লেট পেপার ব্যবহার করতে চান, তাদের জন্য ‘প্যারাদে’-এর পরামর্শ হলো—সবসময় নতুন একটি টয়লেট পেপার রোল ব্যবহার করুন এবং তিন সপ্তাহ পর সেটি ফ্রিজ থেকে সরিয়ে ফেলুন। বিশেষভাবে সতর্ক করে বলা হয়েছে, ‘এ রোলটি কখনোই আবার বাথরুমে ব্যবহার করার চেষ্টা করবেন না।’
ঘরের ছোট ছোট কৌশল অনেক সময় বড় উপকার এনে দেয়। ফ্রিজের ভেতর টয়লেট টিস্যু রাখার মতো সাধারণ একটি কৌশল আপনার ফ্রিজকে রাখবে দুর্গন্ধমুক্ত, পরিষ্কার ও স্বাস্থ্যকর। বিশেষ করে যারা ব্যস্ত জীবনযাপন করেন, তাদের জন্য এটি হতে পারে এক দারুণ সমাধান।
আপনার মতামত লিখুন :