ঢাকা সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫

আজ বিশ্ব ব্যর্থতা দিবস

রূপালী ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ১৩, ২০২৫, ১১:৪৭ এএম
ছবি- সংগৃহীত

একবার ভাবুন তো- আপনি নতুন কিছু শুরু করলেন, অনেক স্বপ্ন আর উদ্যম নিয়ে। হয়তো একটি স্টার্টআপ, একটি ক্রিয়েটিভ প্রজেক্ট, কিংবা এমন কিছু যা আপনাকে চ্যালেঞ্জ করেছিল। কিন্তু শেষ পর্যন্ত আপনি সফল হননি। ব্যর্থ হলেন। তারপর কী করলেন? নিজেকে দোষারোপ? হতাশা? নাকি থেমে গেলেন?

যদি এমন অভিজ্ঞতা থেকে থাকেন, তবে আজকের দিনটি আপনার জন্য।

১৩ অক্টোবর- বিশ্ব ব্যর্থতা দিবস (World Failure Day)। এমন একটি দিন, যেখানে ব্যর্থতা লজ্জার কিছু নয় বরং চেষ্টা আর সাহসের সাক্ষ্য হিসেবে বিবেচিত হয়। এই দিনটি মনে করিয়ে দেয়- ব্যর্থতা মানেই হেরে যাওয়া নয়; বরং আপনি চেষ্টা করেছিলেন, সেটিই সবচেয়ে গুরুত্বপূর্ণ।

কোথা থেকে এলো এই দিনটির ধারণা: ২০১০ সালে ফিনল্যান্ডের অ্যালটো বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষার্থী প্রথম এই দিনটি উদযাপন শুরু করেন। তাদের লক্ষ্য ছিল ব্যর্থতাকে নিয়ে ভয় দূর করা। তারা বুঝেছিলেন- মানুষ নতুন কিছু শুরু করতে ভয় পায়, শুধু ব্যর্থতার আশঙ্কায়। তাই তারা চাইল এমন একটি দিন হোক, যেখানে খোলাখুলি বলা যাবে- ‘হ্যাঁ, আমি ব্যর্থ হয়েছি, কিন্তু আমি চেষ্টা করেছিলাম।’

দেখতে দেখতে ‘ফেইলিউর ডে’ আন্তর্জাতিক হয়ে ওঠে। এখন অনেক প্রতিষ্ঠান ও ব্যক্তিগত উদ্যোক্তা এই দিনটিকে গুরুত্বের সঙ্গে পালন করেন, কারণ ব্যর্থতা আজ আর কেবল হতাশার গল্প নয়- এটি শিক্ষা, পরিবর্তন আর ভবিষ্যতের প্রস্তুতির অংশ।

ব্যর্থতা নিয়ে কথা বলুন, লজ্জা নয়: আমাদের সমাজে ব্যর্থতা মানেই যেন ‘হেরে যাওয়া’। কিন্তু সফল মানুষের ইতিহাস ঘাঁটলে দেখা যাবে, সবার জীবনের পথেই ছিল অনেক ব্যর্থতা, ভুল, হোঁচট। এই দিবসটি আমাদের শেখায়- ভুল করা মানেই আপনি অযোগ্য নন বরং আপনি চেষ্টা করেছেন, সাহস দেখিয়েছেন। ভুলের মধ্যেই লুকিয়ে থাকে নতুন শেখার সুযোগ। ব্যর্থতা মানে আপনি সামনে এগোচ্ছেন।

কেমন করে উদযাপন করবেন এই দিন: বিশ্ব ব্যর্থতা দিবস পালনের সবচেয়ে ভালো উপায় হচ্ছে- ব্যর্থতা নিয়ে খোলামেলা আলোচনা করা। আপনি চাইলে বন্ধুদের সঙ্গে ছোট একটি আড্ডা দিতে পারেন, যেখানে সবাই শেয়ার করবে তাদের জীবনের সবচেয়ে বড় ব্যর্থতা আর কী শিখেছে তা থেকে।

অনেকেই আয়োজন করেন: ‘ফেল ফেস্ট’-যেখানে সবাই নিজের সবচেয়ে মজার বা শিক্ষণীয় ব্যর্থতার গল্প শোনায়।

ওয়ার্কশপ বা সেশন: নতুন কিছু শেখা হয় ভুলের ভয় ছাড়াই।

ফ্লপ ফিল্ম নাইট: ব্যর্থ সিনেমা দেখে আলোচনা হয়, কেন সেগুলো সফল হয়নি, আর কী শেখা যায় সেখান থেকে।

দিন শেষে বার্তা একটাই: ব্যর্থতা মানেই আপনি সাহসী। থেমে না থেকে আবার দাঁড়ানোই আসল সাফল্য। তাই নিজেকে দোষারোপ নয়- নিজের চেষ্টাকে সম্মান জানান। আজ যদি কোনো কিছু শুরু করতে ভয় লাগে, মনে রাখবেন- ব্যর্থ হলেও আপনি একধাপ এগিয়ে থাকবেন তাদের চেয়ে, যারা কোনোদিন শুরুই করেনি।