দেশে ঘন ঘন ভূমিকম্প অনুভূত হওয়ায় বিশেষজ্ঞরা সতর্কতা জোরদার করার পরামর্শ দিয়েছেন। ভূমিকম্পের সময় আতঙ্ক না হয়ে কিছু করণীয় মেনে চললে প্রাণহানি ও দুর্ঘটনার ঝুঁকি উল্লেখযোগ্যভাবে কমানো সম্ভব। পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা বিশেষজ্ঞদের দেওয়া নির্দেশনা তুলে ধরা হলো—
আতঙ্কিত না হয়ে নিরাপদ আশ্রয় নিন
ভূমিকম্প অনুভূত হলে শান্ত থাকুন। বিছানায় থাকলে বালিশ দিয়ে মাথা ঢেকে রাখুন। অন্য কোথাও থাকলে টেবিল, ডেস্ক বা মজবুত আসবাবের নিচে আশ্রয় নিন। এতে দেয়াল বা ছাদের অংশ ভেঙে মাথায় পড়ার ঝুঁকি কমে।
সম্ভব হলে খোলা জায়গায় চলে যান অথবা ভবনের পিলারের পাশে দাঁড়ান। আতঙ্কিত হয়ে দৌড়াদৌড়ি না করলে অনেক দুর্ঘটনা এড়ানো যায়।
গ্যাস ও বৈদ্যুতিক সরঞ্জাম দ্রুত বন্ধ করুন
ভূমিকম্পের সময় গ্যাসের চুলা চালু রাখা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। আগুন নিভিয়ে গ্যাস সংযোগ বন্ধ করুন। পাশাপাশি কম্পিউটার, টেলিভিশন, ফ্রিজসহ সব বৈদ্যুতিক যন্ত্রপাতির সুইচ বন্ধ রাখুন।
ধুলাবালি থেকে নিজেকে সুরক্ষিত করুন
দেয়াল বা ভবনের নিচে চাপা পড়লে কাপড় দিয়ে নাক-মুখ ঢেকে রাখুন যেন ধুলাবালি শ্বাসনালীতে না ঢোকে। গার্মেন্টস, হাসপাতাল, মার্কেট বা সিনেমা হলে থাকলে ধাক্কাধাক্কি না করে ধীরে বের হওয়ার চেষ্টা করুন। মাথা দুই হাত দিয়ে ঢেকে রাখুন।
লিফট ব্যবহার করবেন না
কম্পন থেমে গেলে ভবন থেকে নামার সময় লিফট ব্যবহার করা বিপজ্জনক হতে পারে। তাই অবশ্যই সিঁড়ি দিয়ে নামুন এবং নামার সময় সতর্ক থাকুন।
গাড়িতে থাকলে পাশে থামান
গাড়িতে থাকা অবস্থায় ভূমিকম্প শুরু হলে ওভারব্রিজ, ফ্লাইওভার, গাছ ও বৈদ্যুতিক খুঁটি থেকে দূরে গাড়ি থামান। গাড়ির ভেতরে অবস্থান করুন। কম্পন থেমে গেলে গাড়ি চালানো শুরু করুন।
জরুরি জিনিসপত্র প্রস্তুত রাখুন
বিপদের সময়ে কাজে লাগে এমন কিছু জিনিস আগে থেকেই কাছে রাখা জরুরি, ব্যাটারিচালিত রেডিও, টর্চলাইট, মোমবাতি, শুকনো খাবার, পানি, টেবিল ফ্যান এবং ফার্স্ট এইড বক্স। গাড়িতেও একটি ফার্স্ট এইড বক্স রাখতে পারেন।
ভূমিকম্প যে কোনো সময় হতে পারে। তাই সচেতনতা, প্রস্তুতি ও সঠিক আচরণই বড় দুর্যোগ থেকে রক্ষা পেতে সহায়তা করে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন