শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


ফিচার ডেস্ক

প্রকাশিত: অক্টোবর ২৪, ২০২৫, ১২:১৮ এএম

প্রতিদিন মেকআপ আর লেন্স? নষ্ট হতে পারে দৃষ্টিশক্তি

ফিচার ডেস্ক

প্রকাশিত: অক্টোবর ২৪, ২০২৫, ১২:১৮ এএম

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

প্রতিদিনের বিউটি রুটিনে মেকআপ ও রঙিন কনট্যাক্ট লেন্সের ব্যবহার সাধারণ ব্যাপার। এগুলো চোখকে সুন্দর ও ঝলমল করে তোলে ঠিকই, তবে সঠিক যত্ন না নিলে চোখের সমস্যার কারণ হতে পারে। চোখ বা চোখের কাছে ব্যবহার করা হয় অনেক ধরনের মেকআপ প্রোডাক্ট। যেমন মাসকারা, আইলাইনার, কাজল এবং আইশ্যাডো। রঙিন লেন্স সরাসরি চোখে লাগানো হয়। এগুলো থেকেও অনেক সময় সংক্রমণ হতে পারে।

বিশেষজ্ঞরা এ প্রসঙ্গে জানিয়েছেন, অনিয়মিত ব্যবহার ও সঠিক পরিচর্যার অভাবের কারণে চোখে সংক্রমণ, কর্নিয়ার ক্ষতি এবং ড্রাই আই সিন্ড্রোমের মতো সমস্যা দেখা দিতে পারে। মেকআপে চোখকে ফোকাস করার জন্য মাসকারা, আইলাইনার, আইশ্যাডো এবং রঙিন লেন্স ব্যবহার করা হয়। তবে এগুলো অপরিচ্ছন্ন অবস্থায় একসঙ্গে ব্যবহার করলে চোখের গুরুতর সমস্যা তৈরি হতে পারে। যেমন কর্নিয়ার ক্ষতি, কনজাংকটিভাইটিসের মতো সংক্রমণ ইত্যাদি।

চিকিৎসকরা পাঁচটি প্রধান ঝুঁকির কথা তুলে ধরেছেন। প্রথমত সংক্রমণ। মেকআপ ও কনট্যাক্ট লেন্সে ব্যাকটেরিয়া জন্মানোর সম্ভাবনা থাকে। ফলে কনজাংকটিভাইটিস (পিংক আই), কেরাটাইটিস এবং ব্লেফ্যারাইটিস হতে পারে।

দ্বিতীয়ত, কর্নিয়ার ক্ষতি। চকচকে আইশ্যাডোর বা শুকনো মাসকারার অংশ লেন্সের নিচে আটকে গেলে কর্নিয়াকে খোঁচা দিতে পারে, যা চোখে ব্যথা এবং সংক্রমণের ঝুঁকি বাড়ায়। গুরুতর ক্ষেত্রে স্থায়ী দৃষ্টি নষ্টও হতে পারে।

তৃতীয়ত, অ্যালার্জি। কিছু মেকআপ উপাদান সংবেদনশীল চোখে অ্যালার্জিক প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে। এর ফলে চোখ লাল হওয়া, চুলকানি এবং ফোলাভাব দেখা দিতে পারে। চতুর্থত, ড্রাই আই। আইলাইনার ওয়াটারলাইন বা লিডের ভিতরের দিকে লাগালে মেইবোমিয়ান গ্রন্থি ব্লক হয়, যা প্রাকৃতিক চোখের জল বন্ধ করে দেয়। ফলে চোখ শুকনো হয়ে যায়।

পঞ্চমত, লেন্স দূষণ। তেলযুক্ত বা ওয়াটারপ্রুফ মেকআপ লেন্সে জায়গা পায়, যা চোখে ঝাপসা দৃষ্টি, জ্বালা এবং অস্বস্তি সৃষ্টি করে।

এ ছাড়া তিনটি মূল হ্যাকও দিয়েছেন তারা। প্রথমত, হাইজিন। লেন্স বা মেকআপ ব্যবহার করার আগে হাত ভাল ভাবে ধুয়ে শুকনো তুলো দিয়ে মুছে নিন। মেয়াদোত্তীর্ণ মেকআপ ফেলে দিন। ব্রাশ এবং স্পঞ্জ নিয়মিত পরিষ্কার করুন। কখনও মেকআপ শেয়ার করবেন না।

দ্বিতীয়ত, ব্যবহার এবং অপসারণের সঠিক ক্রম। প্রথমে লেন্স লাগান, তারপর মেকআপ। মেকআপ মোছার আগে লেন্স বার করুন।

তৃতীয়ত, পণ্যের নির্বাচন। গ্লিটার বা পাউডার এড়িয়ে ক্রিম বা প্রেসড আইশ্যাডো ব্যবহার করুন। হাইপোঅ্যালার্জেনিক বা চক্ষু বিশেষজ্ঞের অনুমোদিত পণ্য ব্যবহার করুন। লিডের ভিতরের দিকে আইলাইনার লাগাবেন না। যদি খুব কম পরিমাণে লেন্স ব্যবহার করেন, তাহলে ডেইলি ডিসপোজেবল লেন্স নিরাপদ।

সবশেষে, চোখে সমস্যা বা জ্বালা দেখা দিলে সতর্ক হওয়া জরুরি। লাল ভাব, চুলকানি, ব্যথা বা অস্বাভাবিক স্রাব দেখা দিলে, তখনই লেন্স সরান, চোখের চিকিৎসককে দেখান এবং পুরোপুরি সেরে ওঠার আগে আবার লেন্স বা মেকআপ ব্যবহার করবেন না।

Link copied!