আজকের রাশিফল এর ওপর চোখ রেখে শুরু করুন আপনার দিন। রাশিফল হল জ্যোতিষ শাস্ত্রের একটি অন্যতম অঙ্গ। বহু মানুষ রাশিফলের দিকে নজর রেখেই পদক্ষেপ নেন জীবনে। কারণ, রাশিফলই আপনাকে জানিয়ে দিতে পারে গোটা দিনের এক সামগ্রিক ছবি।
পাশাপাশি, জীবনে চলার প্রতিটি পদক্ষেপে আপনার ভাগ্যের চাকা কোন দিকে ঘুরছে সেই সম্পর্কেও আঁচ পেতে পারেন আপনি। জেনে নিন কেমন যাবে আপনার দিনটি-
মেষ রাশিঢ়: আজ অবিবাহিতদের বিয়ের কথা এগোনোর সম্ভাবনা রয়েছে। নতুন কাজের সুযোগ পেতে পারেন। শত্রুরা ক্ষতি করার চেষ্টা করলেও আজ সফল হবে না। কর্মক্ষেত্রে অনৈতিক কাজের সাক্ষী হতে পারেন। নতুন গাড়ি কেনার সম্ভাবনা রয়েছে। প্রতিবেশীর থেকে সাহায্য পেতে পারেন।
বৃষ রাশি: আজ বিকল্প পথে অর্থ উপার্জনের সুযোগ পাবেন। অনিশ্চিত বিনিয়োগ থেকে দূরে থাকুন। আঘাত পাওয়ার যোগ রয়েছে। বাড়ির প্রবীণ সদস্যদের স্বাস্থ্য নিয়ে আপনার উৎকণ্ঠা বাড়তে পারে। অসাধু প্রতিবেশীর কারণে বিব্রত হতে পারেন।
মিথুন রাশি: গত কয়েক দিনের অর্থচিন্তা আজ কমতে পারে। ব্যবসায় নতুন উদ্যোগ নিলে শুভ ফল পাবেন। গুরুজন স্থানীয় ব্যক্তির শরীর খারাপ হতে পারে। কর্মক্ষেত্রে পদোন্নতি বা নতুন চাকরি পাওয়ার যোগ রয়েছে। ভাই-বোনের থেকে কোনও উপকার পেতে পারেন।
কর্কট রাশি: বিরোধীদের সঙ্গে সমঝোতা করতে পারেন। সঞ্চিত অর্থ ব্যয় হতে পারে। ব্যবসায় চুক্তির ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। পুরোনো রোগের প্রাদুর্ভাব বাড়তে পারে। জমি-জায়গা সংক্রান্ত ব্যবসায় আজ মোটা লাভের আশা রয়েছে।
সিংহ রাশি: আজ মানসিক উদ্বেগ কিছুটা প্রশমিত হবে। পরিবারের কোনও হিতৈষী ব্যক্তি আপনাকে সাহায্য করতে পারেন। ব্যয় সংকোচ করার প্রয়োজন রয়েছে। হঠকারী সিদ্ধান্তে আর্থিক ক্ষতির আশঙ্কা আছে। সাহিত্য, সংগীত ও শিল্পচর্চায় সুনাম বৃদ্ধি পাবে।
কন্যা রাশি: অংশীদারি ব্যবসায় সমস্যা আসতে পারে কন্যা রাশির জাতকদের। জনসেবামূলক কাজে আজ অর্থ ব্যয় হবে। কাছে-পিঠে ভ্রমণ হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রতিবেশীর সঙ্গে বাগবিতন্ডায় জড়িয়ে পড়তে পারেন। ফাটকায় অর্থ প্রাপ্তি হতে পারে।
তুলা রাশি: আজ তুলা রাশির জাতকদের শারীরিক জটিলতা বাড়বে। ব্যবসায় মুনাফা বাড়বে। কিছু পেতে বাধার মুখে পড়তে পারেন। ছোট শিল্পকর্মে লাভের যোগ রয়েছে। প্রতিযোগিতামূলক পরীক্ষায় শুভ ফল পেতে পারেন। চিকিৎসা খাতে অর্থ ব্যয় হতে পারে।
বৃশ্চিক রাশি: সঙ্গী নির্বাচনে সর্তক থাকা জরুরি। আজ কোনও প্রভাবশালী ব্যক্তির সহায়তা পেতে পারেন। গুরুজনের চিকিৎসা সংক্রান্ত খরচ বাড়তে পারে। যানবাহনে যান্ত্রিক ত্রুটির কারণে সমস্যায় পড়বেন। সিমেন্ট ও লোহার ব্যবসা আজ লাভজনক হবে।
ধনু রাশি: আর্থিক লেনদেন সতর্কতার সঙ্গে করুন। নতুন প্রেমের সম্পর্কে জড়াতে পারেন। ছোটখাটো ভ্রমণ হওয়ার সম্ভাবনা রয়েছে। উচ্চশিক্ষার কারণে বিদেশ যাত্রার যোগ রয়েছে। প্রতিবেশীকে বিশ্বাস করে গোপন কথা জানালে সমস্যায় পড়তে পারেন। ব্যবসায় বাধা-বিঘ্নের মধ্যে দিয়ে সাফল্য আসবে।
মকর রাশি: শরীর নিয়ে আজ বিশেষ সচেতন থাকা প্রয়োজন। কর্মক্ষেত্রে আপনার পেশাদারিত্ব এবং দায়িত্ববোধ সকলের দৃষ্টি আকর্ষণ করবে। মামার বাড়ির দিকে কারও শরীর খারাপ হতে পারে। জীবনসঙ্গীর সাহচর্যে জটিল সমস্যার সমাধান হবে। ভ্রমণে গিয়ে বিপদে পড়তে পারেন।
কুম্ভ রাশি: জ্ঞাতিশত্রুরা মাথাচাড়া দিয়ে উঠতে পারে। একাধিক ক্ষেত্র থেকে আয়ের পথ প্রশস্ত হবে। বাড়ির গুরুজনদের স্বাস্থ্যের কারণে আপনার দুশ্চিন্তা বাড়বে। প্রশাসনিক ক্ষেত্রে নতুন চাকরি পেতে পারেন বা পদোন্নতি হতে পারে। বন্ধুর পরামর্শে জটিল সমস্যার সমাধান হবে।
মীন রাশি: কর্মক্ষেত্রে শ্রম অনুযায়ী আর্থিক উন্নতি হবে না। মানসিক চিন্তা ও অবসাদ বাড়বে। যে কোনও রকম প্রলোভন আজ এড়িয়ে চলুন। প্রিয়জনের বিরূপতা মীন রাশির জাতকদের মনে চাপ সৃষ্টি করতে পারে। কোনও রাজনৈতিক ব্যক্তিত্বের সান্নিধ্য লাভ হতে পারে।