রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


ফিচার ডেস্ক

প্রকাশিত: অক্টোবর ১৯, ২০২৫, ১২:১৫ পিএম

খুব সহজেই কাপড়ের দাগ দূর করবেন যেভাবে

ফিচার ডেস্ক

প্রকাশিত: অক্টোবর ১৯, ২০২৫, ১২:১৫ পিএম

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

আপনার প্রিয় কাপড়ে যে কোনো সময় দাগ লাগতেই পারে। এতে আপনার মনও খারাপ হতে পারে। সেই দাগ তুলতে গিয়ে আপনার পছন্দের কাপড়টি নষ্টও হতে পারে। তবে চিন্তার আর কিছু নেই। কিছু সহজ উপায় জানলেই ঘরে বসেই আপনি আপনার কাপড়ের দাগ ঝামেলা ছাড়াই তুলে ফেলতে পারবেন।

আজ আপনাদের জানাবো নানা ধরনের দাগ তোলার কার্যকর কিছু ঘরোয়া টিপস। যেগুলো খুব সহজেই ব্যবহার করতে পারেন।

রক্তের দাগ অথবা তাজা দাগ: ঠান্ডা পানিতে কাপড় ভিজিয়ে তারপর ডিটারজেন্ট দিয়ে ধুয়ে ফেলুন।

পুরনো দাগ: দাগের ওপর লবণ ছড়িয়ে ঘষে ফেলুন। এরপর সাবান বা ডিটারজেন্ট দিয়ে ধুয়ে ফেলুন।

আরও পুরনো হলে: হাইড্রোজেন পার-অক্সাইড (৩%) ব্যবহার করে তারপর কুসুম গরম পানিতে ধুয়ে নিন।

চা বা কফির দাগ: ঠান্ডা পানিতে ভিজিয়ে কিছুক্ষণ রেখে তারপর লিকুইড ডিটারজেন্ট দিয়ে ঘষুন। পুরোনো দাগের জন্য অক্সিজেন ব্লিচ বা সোডিয়াম হাইপোক্লোরাইট ব্লিচ ব্যবহার করুন।

মেকআপ বা লিপস্টিকের দাগ: দাগের ওপর ট্যালকম পাউডার ছিটিয়ে ঘষে নিন। এরপর কুসুম গরম পানিতে লিকুইড ডিটারজেন্ট দিয়ে ধুয়ে ফেললেই দাগ চলে যাবে।

তেল বা গ্রিজের দাগ: হালকা দাগ হলে উষ্ণ পানিতে ভিজিয়ে রেখে প্রি-ওয়াশ স্টেইন রিমুভার লাগিয়ে দিন। তারপর ডিটারজেন্ট দিয়ে ধুয়ে ফেলুন। পুরোনো দাগের জন্য অক্সিজেন ব্লিচ ব্যবহার করা যেতে পারে।

হলুদ বা মশলার দাগ: লেবু দিয়ে ঘষে রোদে শুকিয়ে দিন। তারপর ডিটারজেন্ট দিয়ে ধুয়ে ফেলুন। চাইলে গ্লিসারিন ব্যবহার করেও দাগ তুলতে পারেন—দাগের ওপর লাগিয়ে এক ঘণ্টা পর ধুয়ে ফেলুন।

কলমের কালি: কাপড়টিকে কাচ বা পাত্রের ওপর বিছিয়ে নিন। তারপর রাবিং অ্যালকোহল দিয়ে ড্রপারে করে দাগে দিন—কালি নিচে গড়িয়ে পড়বে। তারপর ডিটারজেন্ট দিয়ে ধুয়ে নিন।

কোমল পানীয় বা সফট ড্রিঙ্কস: যত তাড়াতাড়ি সম্ভব ঠান্ডা পানিতে ভিজিয়ে ফেলুন। তারপর স্টেইন রিমুভার লাগিয়ে ১৫-২০ মিনিট রেখে ধুয়ে ফেলুন। দরকার হলে হালকা ব্লিচ ব্যবহার করুন।

ক্যাচাপ বা সসের দাগ: চামচ দিয়ে যতটা সম্ভব তুলে ফেলুন। তারপর পানি দিয়ে ধুয়ে, ভিনেগার দিয়ে ঘষে পরিষ্কার করুন। কিন্তু একদম শুরুতে ঘষাঘষি করবেন না, এতে দাগ ছড়িয়ে যেতে পারে।

ঘামের দাগ: বেকিং সোডা আর পানির পেস্ট বানিয়ে দাগে লাগান। এক ঘণ্টা পর ডিটারজেন্ট দিয়ে ঘষে ধুয়ে ফেলুন।

কাদা বা মাটির দাগ: শুকাতে না দিয়ে সরাসরি পানি দিয়ে পরিষ্কার করুন। এরপর ডিটারজেন্ট পেস্ট দিয়ে কিছুক্ষণ রেখে ধুয়ে ফেলুন। পুরোনো দাগ হলে অক্সিজেন ব্লিচ ব্যবহার করুন।

ফলের রস বা জুস: কাপড়টিকে কুসুম গরম পানিতে ভিজিয়ে রাখুন। তারপর সাবান দিয়ে ঘষে ধুয়ে ফেলুন। রঙিন ফলের দাগ হলে গ্লিসারিন ব্যবহার করে ধুয়ে নিন। সাবান এড়িয়ে চলুন।

Link copied!