মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


বিশ্ব ডেস্ক

প্রকাশিত: জুলাই ২১, ২০২৫, ১২:২৯ পিএম

ফাইজারের টিকায় ‘স্বাস্থ্যঝুঁকি’, ভয়াবহ তথ্য বিশেষজ্ঞদের

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: জুলাই ২১, ২০২৫, ১২:২৯ পিএম

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

ফাইজারের কোভিড-১৯ টিকা চোখের ক্ষতি করতে পারে বলে সতর্ক করেছেন গবেষকেরা। চোখের সামনের স্বচ্ছ অংশ বা কর্নিয়ার ওপর এই টিকার ক্ষতিকর প্রভাব পড়তে পারে বলে নতুন এক গবেষণায় উঠে এসেছে, যা দীর্ঘমেয়াদে দৃষ্টিশক্তি হ্রাসের ঝুঁকিও তৈরি করতে পারে বলে জানান বিশ্বেষজ্ঞরা শুক্রবার এক প্রতিবেদনে এই তথ্য প্র্রকাশ করে ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইল

প্রতিবেদনটিতে বলা হয়, তুরস্কের একদল গবেষক ৬৪ জন মানুষের ওপর এই গবেষণা চালান। অংশগ্রহণকারীদের চোখের কর্নিয়ার অভ্যন্তরের স্তর, যাকে এন্ডোথেলিয়াম বলা হয়—তা তারা টিকা নেওয়ার আগে এবং দ্বিতীয় ডোজ নেওয়ার দুই মাস পর পরিমাপ করেন। গবেষণায় দেখা যায়, দুই ডোজ টিকা নেওয়ার পর কর্নিয়া কিছুটা মোটা হয়ে যায়, চোখের এন্ডোথেলিয়াল কোষের সংখ্যা কমে যায় এবং কোষগুলোর আকারে বৈচিত্র্য বেড়ে যায়, যা সাধারণত চাপ, প্রদাহ বা কোষের মৃত্যু হওয়াকেই ইঙ্গিত করে।

গবেষণায় আরও জানা যায়, টিকা নেওয়ার ফলে কর্নিয়ার গড় পুরুত্ব ৫২৮ মাইক্রোমিটার থেকে বেড়ে ৫৪২ মাইক্রোমিটারে পৌঁছায়, যা প্রায় ২ শতাংশ বৃদ্ধি। এটি খুব বড় পরিবর্তন না হলেও দীর্ঘস্থায়ী হলে কর্নিয়ার স্বচ্ছতা কমে যেতে পারে, ফলে দৃষ্টিশক্তি ঝাঁপসা হয়ে যাওয়ার আশঙ্কা থাকে। স্বাস্থ্যবান মানুষের চোখে এই পরিবর্তনগুলো তেমন কোনো তাৎক্ষণিক সমস্যা সৃষ্টি না করলেও, যাদের চোখ আগে থেকেই দুর্বল, চোখে অস্ত্রোপচার হয়েছে বা কর্নিয়া প্রতিস্থাপন হয়েছে তাদের জন্য এটি ঝুঁকিপূর্ণ হতে পারে।

এ ছাড়াও গবেষণায় দেখা যায়, কর্নিয়ার স্বচ্ছতা ধরে রাখার জন্য দায়ী এন্ডোথেলিয়াল কোষের গড় সংখ্যা কমে প্রতি বর্গমিলিমিটারে ২ হাজার ৫৯৭ থেকে ২ হাজার ৩৭৮ কোষে নেমে আসে, যা প্রায় ৮ শতাংশ হ্রাস। যদিও এই সংখ্যা এখনো নিরাপদ সীমার মধ্যে রয়েছে, তবে যাদের কোষ সংখ্যা আগে থেকেই কম, তাদের জন্য এটি চিন্তার কারণ হতে পারে।

সাধারণত এন্ডোথেলিয়াল কোষগুলো ছয়কোনা (হেক্সাগোনাল) হয়ে ঘনভাবে লেগে থাকে। গবেষণায় দেখা যায়, টিকা নেওয়ার পর এই ছয়কোনা কোষের অনুপাত ৫০ শতাংশ থেকে কমে ৪৮ শতাংশে নেমে আসে। কোষগুলোর আকারে পার্থক্য নির্দেশকারী কোইফিসিয়েন্ট অব ভ্যারিয়েশন ৩৯ থেকে বেড়ে ৪২ হয়, যা কোষগুলোর মধ্যে অস্বাভাবিকতার বিষয়টি ইঙ্গিত করে।

ডেইলি মেইল বলছে, গবেষণায় অংশ নেওয়া প্রত্যেকের চোখে টিকা নেওয়ার আগে এবং পরে সিরিয়াস কর্নিয়াল টোপোগ্রাফি এবং তোমে ইএম-৪০০০ স্পেকুলার মাইক্রোস্কোপি যন্ত্র দিয়ে কর্নিয়ার পুরুত্ব, কোষের গঠন ও স্বাস্থ্য পরীক্ষা করা হয়। চোখের দৃষ্টি, চোখের চাপ ও সামগ্রিক স্বাস্থ্য পরীক্ষাও করা হয়। গবেষকরা অবশ্য এখনই টিকা না নেওয়ার পরামর্শ দিচ্ছেন না। তবে যাদের চোখে আগে থেকেই সমস্যা আছে, তাদের জন্য কর্নিয়ার অবস্থা নজরদারির আওতায় রাখার পরামর্শ দিয়েছেন তারা।

রূপালী বাংলাদেশ

Shera Lather
Link copied!