ঢাকা বুধবার, ০৬ আগস্ট, ২০২৫

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, ভর্তি ৪২৮

রূপালী ডেস্ক
প্রকাশিত: আগস্ট ৬, ২০২৫, ০৫:৪৬ পিএম
ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু। ছবি- সংগৃহীত

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ৪২৮ জন ডেঙ্গুরোগী ভর্তি হয়েছেন।

মঙ্গলবার (৬ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের মধ্যে বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১০৪ জন, চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৩৯ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৭৪ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৫১ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৬২ জন, খুলনা বিভাগের ৩০, ময়মনসিংহ বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১৪, রাজশাহী বিভাগে ৫০ ও রংপুর বিভাগে ৪ জন রয়েছেন।

একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৪০৯ জন ডেঙ্গুরোগী। এ নিয়ে ২০২৫ সালের শুরু থেকে এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ২২ হাজার ৮১২ জন। এর মধ্যে চিকিৎসা শেষে ছাড়পত্র পেয়েছেন ২১ হাজার ৪৬১ জন।

চলতি বছর ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ৯২ জনের।

প্রসঙ্গত, বর্ষা মৌসুমে এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরের প্রকোপ বৃদ্ধি পায়। তাই জনসচেতনতা ও মশা নিধনে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিশেষজ্ঞরা গুরুত্বারোপ করছেন।