বৃহস্পতিবার, ০১ মে, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


রূপালী ডেস্ক

প্রকাশিত: সেপ্টেম্বর ৬, ২০২৪, ০২:৫৭ পিএম

ইনস্টাগ্রাম স্টোরিতে নতুন ফিচার

রূপালী ডেস্ক

প্রকাশিত: সেপ্টেম্বর ৬, ২০২৪, ০২:৫৭ পিএম

ইনস্টাগ্রাম স্টোরিতে নতুন ফিচার

ছবি: সংগৃহীত

বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যম ছাড়া জীবনের একটি মুহুর্তও কাটে না বললেই চলে। আর এই সামাজিক যোগাযোগ মাধ্যমের বৃহৎ একটা অংশ হচ্ছে ইনস্টাগ্রাম।

অবসর সময়ে ইনস্টাগ্রামে রিল দেখে সময় কাটানো কিংবা নানান ভিডিও, কেনাকাটা, ছবি, ভিডিও শেয়ার করা- সবকিছুই হয় এই ইনস্টাগ্রামে। অনেকে আবার নিজের খুশির মুহূর্তগুলো ফ্রেমবন্দি করে শেয়ার করছেন ইনস্টাগ্রামে। হাজার হাজার লাইক, কমেন্টে ভরে যাচ্ছে সেই পোস্ট।

ইনস্টাগ্রামের জনপ্রিয় একটি ফিচার হচ্ছে স্টোরি। এবার এই ফিচারে নতুন সুবিধা নিয়ে এলো ইনস্টাগ্রাম। নতুন ফিচার সবার জন্য চালু হয়ে গেলে ইনস্টাগ্রাম স্টোরিতে কমেন্ট করতে পারবেন তারা, যেসব ইনস্টাগ্রাম স্টোরি পাবলিক অপশনে শেয়ার করা থাকবে সেখানেই এই কমেন্ট করা যাবে।

এতদিন ইনস্টাগ্রাম স্টোরি ২৪ ঘণ্টার জন্য স্থায়ী হয়। তার ফলে এই স্টোরিতে করা কমেন্টও ২৪ ঘণ্টার জন্যই স্থায়ী হত। এছাড়া ইনস্টাগ্রাম স্টোরি আর্কাইভ করার সুবিধা রয়েছে। কিন্তু কমেন্টসহ আর্কাইভ করা যাবে কি না তা জানা যায়নি।

এখন ইনস্টাগ্রাম স্টোরিতে শুরু রিঅ্যাকশন ইমোজির সাহায্যে দেওয়া যায়। তবে নতুন ফিচার চালু হলে কারো ইনস্টাগ্রাম স্টোরি পছন্দ হলে আপনি সেখানে কমেন্ট করারও সুযোগ পাবেন। কিছুদিন আগে ইনস্টাগ্রামে নতুন ফন্ট এবং টেক্সট অ্যানিমেশন চালু হয়েছে।

ইনস্টাগ্রাম পোস্টে কমেন্ট করার ফিচার শুরু থেকেই চালু রয়েছে। এবার ইনস্টা স্টোরিতেও তাই হাজির হচ্ছে কমেন্ট ফিচার। বর্তমানে একজনের ইনস্টাগ্রাম স্টোরিতে যদি কেউ রিপ্লাই দেন তাহলে তা ওই স্টোরি আপলোডারের কাছে ব্যক্তিগত ভাবে পৌঁছায়।

তবে কমেন্ট ফিচার চালু হয়ে গেলে একটি ইনস্টাগ্রামে স্টোরিতে করা কমেন্ট জনসাধারণ দেখতে পাবেন। তবে ইউজার যদি ভিজিবিলিটি সেটিংস অন্য কোনো ভাবে সেট করে রাখেন তাহলে গোটা বিষয়টাই হবে সেই নিরিখে।

ইনস্টাগ্রাম স্টোরিতে কমেন্ট করার ফিচার চালু হবে অ্যান্ড্রয়েড এবং আইওএস-দুই ভার্সনেই। তবে কবে থেকে সবাই এই ফিচার ব্যবহার করতে পারবেন তা এখনো জানা যায়নি।

আরবি/এফআই

Link copied!