কুষ্টিয়া সদর উপজেলায় যাহা বক্স (৩৮) নামে এক ব্যবসায়ীকে নিজ প্রতিষ্ঠান থেকে অপহরণ করা হয়েছে।
রোববার (১৫ জুন) দিবাগত রাত একটার দিকে উপজেলার আব্দুলাপুর ইউনিয়নের পশ্চিম আব্দালপুর গ্রামে এ ঘটনা ঘটে।
যাহা বক্স একই গ্রামের মৃত কুদ্দুস আলীর ছেলে। বাড়ির পাশেই তিনি প্রান্ত স্টোর নামে একটি পাইকারি মুদি দোকান চালাতেন।
ঘটনাস্থল থেকে উদ্ধার করা একটি চিঠি থেকে অপহরণের বিষয়টি ধারণা করছে পুলিশ ও পরিবার। চিঠিতে ১৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়েছে। পাঁচ দিনের মধ্যে নির্দিষ্ট ঠিকানায় টাকা না দিলে লাশ গুম করে দেওয়ার হুমকিও দেওয়া হয়েছে।
যাহা বক্সের স্ত্রী সাথী খাতুন বলেন, ‘আমরা সবাই ঘুমাচ্ছিলাম। রাত একটার দিকে অপরিচিত একজন ব্যক্তি স্যালাইন কেনার জন্য স্বামীকে ডাক দেয়। তিনি দোকান খুলে স্যালাইন দেওয়ার জন্য বাইরে যান।’
‘বেশ কিছু সময় পার হলেও তিনি ফিরে না আসায় তাকে খুঁজতে ঘরের দরজা খুলতে গেলে বুঝতে পারি বাইরে থেকে ছিটকানি আটকানো। এ সময় আমার চিৎকারে শ্বাশুরি এসে ছিটকানি খুলে দেয়। দোকানে গিয়ে আমার স্বামীকে পাইনি। দোকানের তালা খোলা ছিল এবং ক্যাশ বাক্সও খালি ছিল।’
তিনি আরও বলেন, এ সময় দোকানের বাইরে বেঞ্চের উপর আঠা দিয়ে আটকানো খামের মধ্যে একটি চিঠি পাই। চিঠিতে পাঁচদিনের মধ্যে ১৫ লাখ টাকা মুক্তিপণ চাওয়া হয়েছে। টাকা না দিলে আর পুলিশকে বললে লাশ পাব না লিখেছে।
এদিকে, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী হায়দার স্বপনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়েছে পুলিশ। আলী হায়দার ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি।
ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থানার ওসি মেহেদী হাসান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরিবারের সাথে যোগাযোগ রাখছে। তা ছাড়া উদ্ধার হওয়া চিঠি যাচাই-বাছাই করা হয়েছে।’
‘এতে ধারণা করা হচ্ছে অপহরণ করা হয়েছে। ওই ব্যবসায়ীকে উদ্ধারে পুলিশ তৎপর রয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য স্থানীয় ইউপি চেয়ারম্যানকে থানায় নেওয়া হয়েছে।’

 
                             
                                    



 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                    -20251031233315.webp) 
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                    -20251031164732.webp) 
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন