ঢাকা শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫

আজ চালু হচ্ছে ‘গুগল পে’, থাকবে যেসব সুবিধা

রূপালী ডেস্ক
প্রকাশিত: জুন ২৪, ২০২৫, ১২:১৬ পিএম
গুগল পের মাধ্যমে গ্রাহকরা তাদের অ্যান্ড্রয়েড স্মার্টফোন ব্যবহার করে লেনদেন করতে পারবে। ছবি- প্রতীকী

দেশে প্রথমবারের মতো চালু হতে যাচ্ছে গুগলের ডিজিটাল পেমেন্ট সেবা গুগল পে। মঙ্গলবার (২৪ জুন) কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর ঢাকার একটি হোটেলে এই সেবার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।

সিটি ব্যাংক গুগলের সঙ্গে অংশীদার হয়ে এই সেবা চালু করতে যাচ্ছে। এর সঙ্গে সহযোগী হিসেবে থাকছে আন্তর্জাতিক কার্ড ব্র্যান্ড মাস্টারকার্ড এবং ভিসা। দেশের মধ্যে প্রথমবারের মতো সিটি ব্যাংক সরাসরি গুগল পে’র সঙ্গে যুক্ত হয়েছে।

গুগল পে চালুর মাধ্যমে দেশের গ্রাহকরা এখন থেকে তাদের অ্যান্ড্রয়েড স্মার্টফোন ব্যবহার করেই সহজ, দ্রুত ও নিরাপদ উপায়ে লেনদেন করতে পারবেন।

পেমেন্টের জন্য আর আলাদা করে কার্ড বহন করার প্রয়োজন হবে না। এখন থেকে ফোন ট্যাপ করেই দেশে বা বিদেশে যেকোনো পয়েন্ট-অব-সেল টার্মিনালে অর্থ প্রদান করা যাবে।

এই সেবায় কোনো ধরনের ফি নেবে না গুগল। ফলে ব্যবহারকারীরা সম্পূর্ণ ফ্রি-তে গুগল পে ব্যবহার করতে পারবেন।

প্রাথমিকভাবে এই সুবিধা সিটি ব্যাংকের মাস্টারকার্ড ও ভিসা কার্ডধারীদের জন্য চালু হচ্ছে।

সেবাটি ব্যবহারের জন্য গ্রাহকদের একটি অ্যান্ড্রয়েড স্মার্টফোনে গুগল পে অ্যাপ ডাউনলোড করে নিজেদের কার্ডের তথ্য যুক্ত করতে হবে। একবার কার্ড যুক্ত হয়ে গেলে, যেকোনো দোকান, শপিং মল বা রেস্তোরাঁয় স্মার্টফোন ট্যাপ করেই তা দিয়ে পেমেন্ট করা যাবে।