ডেটিংয়ে নতুন মাত্রা যোগ করতে আসছে প্রযুক্তি প্রতিষ্ঠান মেটার এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) চ্যাটবট। একাকীত্ব দূর করে ফেসবুক ডেটিংকে আরও সহজ করতে দুই নতুন সহকারী হাজির করেছে মার্ক জুকারবার্গের সংস্থা।
এআইয়ের এই যুগল সহচরের নাম ‘ডেটিং অ্যাসিস্ট্যান্ট’ ও ‘মিট কিউট’। প্রথমটি ব্যবহারকারীর পছন্দ অনুযায়ী ফেসবুক প্রোফাইল খুঁজে দেবে। চাইলে নির্দিষ্ট প্রম্পটও দেওয়া যাবে। যেমন, কেউ লিখতে পারেন— ফাইন্ড মি আ সল্ট লেক গার্ল। সঙ্গে সঙ্গে এআই সেই অনুযায়ী সম্ভাব্য সঙ্গী বা সঙ্গিনীর প্রোফাইল সাজিয়ে দেবে।
অন্যদিকে, ‘মিট কিউট’ কাজ করবে অন্যভাবে। এটি স্বয়ংক্রিয়ভাবে ব্যবহারকারীর প্রোফাইল বিশ্লেষণ করে মিল আছে এমন মানুষ খুঁজে বের করবে। এর নিজস্ব অ্যালগরিদমই এ কাজে ব্যবহার হবে। শুধু সম্ভাব্য সঙ্গী খুঁজে দেওয়াই নয়, এআই চ্যাটবট দেবে প্রথম ডেটের টিপস। এমনকি প্রোফাইলকে আরও আকর্ষণীয় করে তোলার পরামর্শও দেবে।
মেটা বলছে, দীর্ঘ সময় ধরে সোয়াইপ করার ক্লান্তি কাটাতেই এই উদ্যোগ। সহজেই পছন্দের মানুষের সঙ্গে সংযোগ ঘটানোই লক্ষ্য। এই ফিচার ব্যবহারের নিয়মও সোজা। ব্যবহারকারীকে শুধু ‘ম্যাচেস’ ট্যাবে গিয়ে ‘পার্সোনালাইজড প্রম্পটস’-এ নিজের পছন্দ লিখতে হবে। এরপর এআই চ্যাটবট স্বয়ংক্রিয়ভাবে বেছে দেবে সম্ভাব্য সঙ্গী বা সঙ্গিনী।
তবে এখনই সবার নাগালে আসছে না এই সুযোগ। আপাতত শুধু আমেরিকা ও কানাডায় মিলবে এই দুটি ফিচার। ধীরে ধীরে বিশ্বজুড়ে ব্যবহারযোগ্য করা হবে।
বিশ্লেষকেরা বলছেন, মানুষ যত নিঃসঙ্গ হচ্ছে, ততই এআইকে কাছে টানছে। ব্যক্তিগত আলাপ, সম্পর্কের টিপস কিংবা মানসিক সমর্থন সব ক্ষেত্রেই জায়গা করে নিচ্ছে এআই চ্যাটবট। মেটার নতুন এই উদ্যোগ সেই সম্পর্ককে আরও ঘনিষ্ঠ করে তুলবে বলেই মনে করা হচ্ছে।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া, টেকক্রাঞ্চ