বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


রূপালী ডেস্ক

প্রকাশিত: জুলাই ১৭, ২০২৫, ১২:৫০ পিএম

বন্ধ হয়ে যাচ্ছে ফেসবুক থেকে আয়ের সুযোগ!

রূপালী ডেস্ক

প্রকাশিত: জুলাই ১৭, ২০২৫, ১২:৫০ পিএম

অনলাইনে আয়ের অন্যতম জনপ্রিয় মাধ্যম ফেসবুক। ছবি- সংগৃহীত

অনলাইনে আয়ের অন্যতম জনপ্রিয় মাধ্যম ফেসবুক। ছবি- সংগৃহীত

ফেসবুকে অন্যের তৈরি কনটেন্ট কপি করে নিয়মিত পোস্ট করা ব্যবহারকারীদের জন্য কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নিচ্ছে মেটা। কনটেন্ট চুরি বন্ধ করা এবং মূল নির্মাতাদের কনটেন্টকে অগ্রাধিকার দিতে প্ল্যাটফর্মটিতে নতুন নিয়ম চালু করছে প্রতিষ্ঠানটি।

গত সোমবার (১৪ জুলাই) এক ঘোষণায় মেটা জানিয়েছে, যারা নিয়মিতভাবে অন্যের ভিডিও, ছবি বা লেখাসমূহ হুবহু কপি করে নিজের নামে প্রকাশ করেন, তাদের নির্দিষ্ট সময়ের জন্য ফেসবুকের মনিটাইজেশন প্রোগ্রাম থেকে বাদ দেওয়া হবে। শুধু তাই নয়, এ ধরনের অ্যাকাউন্টের কনটেন্টের বিস্তার (রিচ) কমিয়ে দেওয়া হবে যাতে সেগুলো মূল নির্মাতার দর্শক হরণ না করতে পারে।

মেটার তথ্যমতে, প্ল্যাটফর্মটিতে প্রায়ই দেখা যায়, একই ভিডিও বা মিম বারবার ঘুরেফিরে ব্যবহারকারীদের ফিডে আসে। অনেক সময় আসল নির্মাতার নাম বা ক্রেডিট না দিয়েই কনটেন্ট ছড়ানো হয়। এতে একদিকে ব্যবহারকারীর অভিজ্ঞতা একঘেয়ে হয়ে পড়ে, অন্যদিকে আসল নির্মাতারা ন্যায্য রিচ থেকে বঞ্চিত হন।

ফেসবুকের অ্যালগরিদম এখন অনেকটাই সক্ষম হয়ে উঠেছে নকল কনটেন্ট শনাক্ত করতে। যখন এটি বুঝতে পারে কোনো কনটেন্ট পুনঃপ্রকাশিত বা কপি করা, তখন সেই পোস্টের রিচ স্বয়ংক্রিয়ভাবে কমিয়ে দেওয়া হয়। ফলে তা মূল নির্মাতার কনটেন্টের সাথে প্রতিযোগিতা করতে পারে না।

মেটা জানায়, প্ল্যাটফর্মে মূল নির্মাতাদের স্বীকৃতি দিতে কিছু নতুন ফিচার পরীক্ষামূলকভাবে চালু করা হচ্ছে। এসব ফিচারের মাধ্যমে কপি করা কনটেন্টে মূল ভিডিও বা কনটেন্টের লিংক যুক্ত থাকবে, যাতে দর্শক চাইলে সরাসরি মূল উৎসে যেতে পারেন।

তবে, যেসব নির্মাতা অন্যের কনটেন্ট শেয়ার করলেও তাতে অর্থবহ ব্যাখ্যা, ভিন্ন কনটেক্সট, ভয়েসওভার বা নিজেদের মতামত যুক্ত করেন, তাদের ওপর এই নিয়ম কার্যকর হবে না। বরং মেটা এই ধরনের সচেতন ব্যবহারকারীদের উৎসাহ দিচ্ছে যেন তারা ‘রিমিক্সড কনটেন্ট’ শেয়ারের সময় যথাযথ ব্যাখ্যা বা স্বকীয়তা যোগ করেন।

নিয়মিত আয় বা ব্র্যান্ডিংয়ের উদ্দেশে ফেসবুকে কনটেন্ট প্রকাশ করে যারা, তাদের জন্য এই নীতিমালা এক বড় সতর্ক সংকেত। প্ল্যাটফর্মে টিকে থাকতে হলে অবশ্যই কনটেন্টে মৌলিকতা এবং কপিরাইট সংক্রান্ত সচেতনতা বজায় রাখতে হবে।

Shera Lather
Link copied!