গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রা ঘিরে সংঘটিত সহিংসতার পেছনে একটি পরিকল্পিত হত্যা প্রচেষ্টার অভিযোগ তুলেছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজ। এ হামলার নির্দেশনা ‘ডেভিল রানি’ দিয়েছেন বলেও ইঙ্গিত করেন তিনি।
বৃহস্পতিবার (১৭ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে সোহেল তাজ বলেন, ‘আমি মনে করি, গতকাল ১৬ জুলাই ২০২৫ গোপালগঞ্জে যে হামলা হয়েছে, তার মূল উদ্দেশ্য ছিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং জুলাই-অগাস্ট গণঅভ্যুত্থানের (নাহিদ, সার্জিস, হাসনাত, জারা) নেতাদের হত্যার একটি হীন চেষ্টা।’
তিনি বলেন, ‘আমি আশ্চর্য হব না, যদি ডেভিল রানি নিজেই এর নির্দেশ দিয়ে থাকেন।’
তাজ বলেন, ‘আত্ম-উপলব্ধি, আত্মসমালোচনা ও অনুশোচনা তো দূরের কথা—হত্যা, গুম, নির্যাতন, গণতন্ত্র ধ্বংস, দুর্নীতি করে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করে দেশটাকে শেষ করে দিয়েছে। এখন ছাত্র-জনতার প্রতিরোধের মুখে পালিয়ে গিয়ে দেশ ধ্বংসের ষড়যন্ত্র করছে। সারা দেশে গোপালগঞ্জের মতো সন্ত্রাসী কায়দায় হামলার নির্দেশ দিচ্ছে।’
উল্লেখ্য, জাতীয় নাগরিক পার্টির ‘জুলাই পদযাত্রা’ ঘিরে গত বুধবার গোপালগঞ্জে সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ, অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটে। এতে চারজন নিহত ও অন্তত অর্ধশতাধিক আহত হন।
এ সহিংসতা ও প্রাণহানির ঘটনা তদন্তে একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করেছে অন্তর্বর্তী সরকার। বৃহস্পতিবার (১৭ জুলাই) প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক সংবাদ বিবৃতিতে এই তথ্য জানানো হয়।
তদন্ত কমিটির প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি। এ ছাড়া কমিটিতে আরও থাকবেন জনপ্রশাসন মন্ত্রণালয় এবং আইন ও বিচার মন্ত্রণালয়ের একজন করে অতিরিক্ত সচিব।
বিবৃতিতে বলা হয়, কমিটিকে ঘটনাগুলো পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করে দুই সপ্তাহের মধ্যে একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রধান উপদেষ্টার দপ্তরে জমা দিতে হবে।
আপনার মতামত লিখুন :