মেটার মালিকানাধীন জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রাম বর্তমানে তরুণ প্রজন্মের অন্যতম পছন্দের প্ল্যাটফর্ম। বিশেষ করে ‘রিলস’ ফিচার চালু হওয়ার পর থেকে এটি আরও বেশি জনপ্রিয়তা পেয়েছে।
ব্যবহারকারীরা এই ফিচারের মাধ্যমে অল্প সময়ে ছোট ছোট ভিডিও তৈরি করে নিজেদের সৃজনশীলতা তুলে ধরতে পারছেন, যা তাদের প্রোফাইলে ভিউ ও ফলোয়ার বৃদ্ধিতে বড় ভূমিকা রাখছে।
রিল আরও আকর্ষণীয় করতে ইনস্টাগ্রাম বেশ কিছু সুবিধা দিচ্ছে। এর মধ্যে রয়েছে টেক্সট, স্টিকার এবং মিউজিক যুক্ত করার অপশন, যা খুব সহজেই এডিটিং স্ক্রিন থেকেই ব্যবহার করা যায়। চাইলে একসঙ্গে সব উপাদান ব্যবহার করা যায়, আবার আলাদাভাবে একটি নির্দিষ্ট ফিচারও যুক্ত করা সম্ভব।
যেভাবে রিলে টেক্সট যুক্ত করবেন
. ইনস্টাগ্রাম অ্যাপটি চালু করুন।
. নিচের দিকের ‘+’ আইকনে ক্লিক করুন।
. এরপর ‘রিল’ অপশন সিলেক্ট করুন।
. উপরের বাম কোণে থাকা ক্যামেরা আইকনে ট্যাপ করে নতুন রিল তৈরি করুন, অথবা গ্যালারি থেকে বিদ্যমান রিল নির্বাচন করুন।
. রিল এডিট করার স্ক্রিনে নিচের দিকে থাকা (Aa) টেক্সট আইকনে ক্লিক করুন।
. পছন্দমতো টেক্সট টাইপ করে নিচের কাস্টমাইজ অপশন ব্যবহার করে স্টাইল ঠিক করুন।
. ‘ডান’ বাটনে ট্যাপ করলেই টেক্সটি যুক্ত হয়ে যাবে।
যেভাবে স্টিকার যুক্ত করবেন
. রিল এডিট স্ক্রিনে যান।
. নিচের দিকে থাকা স্টিকার আইকনে ক্লিক করুন।
. স্ক্রল করে পছন্দের স্টিকার খুঁজে বের করুন অথবা উপরের সার্চ বক্সে নাম লিখে খুঁজে নিন।
. স্টিকারে ট্যাপ করে সেটিকে টেনে রিলের যেকোনো অংশে বসিয়ে দিন।
মিউজিক যুক্ত করবেন যেভাবে
. রিল এডিট স্ক্রিনে ‘মিউজিক’ আইকনে ক্লিক করুন।
. পছন্দের মিউজিক স্ক্রল করে খুঁজে নিন কিংবা ‘ট্রেন্ডিং’, ‘সেভড’ বা ‘অরিজিনাল অডিও’ বিভাগ থেকে বেছে নিন।
. মিউজিকের ওপর ক্লিক করে নিচের ডানমুখী তিরে চাপ দিন।
. কোন অংশটি যুক্ত করতে চান তা সিলেক্ট করুন।
. এরপর ‘ডান’ বাটনে ট্যাপ করুন।
. সবশেষে রিলের টেক্সট, স্টিকার ও মিউজিক যুক্ত হয়ে গেলে ‘নেক্সট’ বাটনে ক্লিক করে রিলটি শেয়ার করুন।
কিছু টিপস জেনে নিন
রিল পোস্ট করার সময় হ্যাশট্যাগ, আকর্ষণীয় ক্যাপশন এবং ট্রেন্ডিং অডিও ব্যবহার করলে ভিউ বাড়ার সম্ভাবনা আরও বেড়ে যায়। নিয়মিত ও মানসম্মত কনটেন্ট শেয়ার করলে অনুসরণকারীর সংখ্যাও বাড়বে দ্রুত।
আপনার মতামত লিখুন :