ইংল্যান্ডের দ্বিতীয় ও বিশে^র সপ্তম ব্যাটসম্যান হিসেবে টি-টোয়েন্টি ক্রিকেটে ১৩ হাজার রান সংগ্রহের মাইফলক স্পর্শ করেছেন জস বাটলার। ভাইটালিটি ব্লাস্টে ল্যাঙ্কাশায়ারের হয়ে ইয়র্কশায়ারের বিপক্ষে ৮টি চার ও ৩টি ছক্কায় ৪৬ বলে ৭৭ রানের ম্যাচ-জয়ী ইনিংস খেলার পথে রেকর্ড লেখান তিনি। ইংলিশ ব্যাটসম্যানদের মধ্যে বাটলারের আগে ১৩ হাজারি এলিট ক্লাবে নাম লেখান অ্যালেক্স হেলস। ৪৯৯ ইনিংসে হেলসের রান ১৩ হাজার ৮১৪।
৪৩১ ইনিংসে বাটলারের রান এখন ১৩ হাজার ৪৬। টি-টোয়েন্টিতে ১৩ হাজার রানের ক্লাবে আছেন অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নার, ভারতের বিরাট কোহলি, পাকিস্তানের শোয়েব মালিক, ওয়েস্ট ইন্ডিজের কাইরন পোলার্ড ও ক্রিস গেইল।
৪৫৫ ইনিংসে ১৪ হাজার ৫৬২ রান করে সবার ওপরে গেইল। বাকিদের রান ১৪ হাজারের নিচে। মাইলফলকটি ছুঁতে হেডিংলিতে গত বৃহস্পতিবার বাটলারের প্রয়োজন ছিল ৩১ রান। ৩ নম্বরে ব্যাটিংয়ে নেমে নবম ওভারে অফ স্পিনার ডম বেসকে ছক্কায় উড়িয়ে কাক্সিক্ষত ঠিকানায় পৌঁছান ৩৪ বছর বয়সি এই বিধ্বংসী ব্যাটসম্যান। শেষ ওভারে রানআউটে শেষ হয় তার ৭৭ রানের ইনিংসটি। ১৭৪ রানের পুঁজি গড়ে ২১ রানের জয় পায় ল্যাঙ্কাশায়ার। ২০ ওভারের ক্রিকেটে বাটলারের ৫০ ছোঁয়া ইনিংস হলো ১০১টি (৯৩টি ফিফটি ও ৮টি সেঞ্চুরি)। তার চেয়ে বেশি ৫০ ছোঁয়া ইনিংস আছে কেবল চারজনেরÑ বাবর আজম (১০৪টি), গেইল (১১০টি), কোহলি (১১৪টি) ও ওয়ার্নার (১১৯টি)।
এদিকে বড় রান তাড়ায় বিধ্বংসী ইনিংস খেলে ইতিহাস গড়লেন ইংলিশ কিপার-ব্যাটসম্যান জর্ডান কক্স। ভাইটালিটি ব্লাস্টে এসেক্সের হয়ে ব্যাট হাতে ঝড় তোলেন তিনি। চেমসফোর্ডে গত বৃহস্পতিবার হ্যাম্পশায়ারের বিপক্ষে ৩ নম্বরে নেমে ১১টি করে চার ও ছক্কায় ৬০ বলে অপরাজিত ১৩৯ রানের ইনিংস খেলেন তিনি। ২২১ রানের লক্ষ্য ৪ উইকেট ও ৪ বল হাতে রেখে ছুঁয়ে ফেলে এসেক্স। টি-টোয়েন্টি ক্রিকেটে ১৪৪ ম্যাচে কক্সের প্রথম সেঞ্চুরি এটি। ২০ ওভারের ক্রিকেটে ইংলিশ উইকেটকিপার-ব্যাটসম্যান হিসেবে সর্বোচ্চ ইনিংসের রেকর্ড গড়েছেন ২৪ বছর বয়সি এই ক্রিকেটার। এ ক্ষেত্রে আগের সর্বোচ্চ ইনিংস ছিল ২০২৩ সালে ইংল্যান্ডের হয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ফিল সল্টের ১১৯। সব দেশ মিলিয়ে উইকেটকিপার-ব্যাটসম্যান হিসেবে কক্সের চেয়ে বড় ইনিংস আছে পাঁচটি। ২০০৮ আইপিএলের উদ্বোধনী ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের হয়ে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে ব্রেন্ডন ম্যাককালামের ৭৩ বলে অপরাজিত ১৫৮ রানের ইনিংস এখানে সর্বোচ্চ। টি-টোয়েন্টি ব্লাস্টের ইতিহাসে এসেক্সের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ ইনিংস এখন কক্সের।
আপনার মতামত লিখুন :