গাইবান্ধার সাদুল্লাপুরে এক যুবক স্ত্রীর সঙ্গে বিবাহবিচ্ছেদের পর ব্যতিক্রমী এক আয়োজন করেছেন। তালাকের পরদিন তিনি প্রকাশ্য স্থানে ২৫ কেজি দুধ দিয়ে গোসল করেন। জমকালো এই আয়োজনে ছিল গান-বাজনা, ঢোল-বাদ্য আর উৎসুক মানুষের ভিড়। পুরো ঘটনাটি স্থানীয়ভাবে ব্যাপক চাঞ্চল্য তৈরি করেছে।
ঘটনাটি ঘটে শুক্রবার (১৮ জুলাই) বিকেলে, উপজেলার ইদিলপুর ইউনিয়নের তরফপাহাড়ী গ্রামের জমিদার বাজার এলাকায়।
সেখানে হৃদয় মিয়া (২৫) নামের এক তরুণ স্ত্রী রিয়া মনিকে তালাক দেওয়ার পর আত্মীয়স্বজন ও স্থানীয়দের উপস্থিতিতে নিজের এই ব্যতিক্রমী সিদ্ধান্তকে ঘিরে আয়োজন করেন দুধ দিয়ে গোসলের। এ সময় গান-গীতির ছন্দে চলে তার ‘পুনর্জন্ম’ আয়োজন।
স্থানীয়রা জানান, এক বছর আগে হৃদয় বিয়ে করেন একই গ্রামের রিয়া মনিকে। বিয়ের দেনমোহর ধার্য করা হয়েছিল দুই লাখ ৮৫ হাজার টাকা। বিয়ের পর থেকেই দাম্পত্য জীবনে কলহ দেখা দেয়। নানা বিষয়ে মতানৈক্য ও অশান্তি দীর্ঘদিন ধরে চলতে থাকে।
পরিস্থিতির অবনতিতে অবশেষে বৃহস্পতিবার উভয় পরিবারের সম্মতিতে তাদের বিবাহবিচ্ছেদ ঘটে। মোহরানা বাবদ সম্পূর্ণ টাকা মেয়ের পরিবারের হাতে বুঝিয়ে দেওয়ার পরদিনই ঘটে এই ব্যতিক্রমী ঘটনা।
তালাকের পর হৃদয় মিয়া জানান, রিয়া মনিকে বিয়ে করার পর থেকেই সংসারে অশান্তি লেগেই ছিল। অনেক চেষ্টা করেও শান্তি ফিরে না আসায় শেষ পর্যন্ত বিচ্ছেদের পথ বেছে নিতে হয়েছে।
তিনি বলেন, ‘এই সম্পর্ক থেকে মুক্তি পাওয়াটাই আমার কাছে স্বস্তির। তাই প্রতীকীভাবে নিজেকে বিশুদ্ধ করার অর্থে দুধ দিয়ে গোসল করেছি।’
এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক আলোচনা তৈরি হয়েছে। কোনো কোনো জন সাধারণ এটিকে ‘আত্মতুষ্টির প্রকাশ’ বললেও, কেউ কেউ একে ‘উদ্ভট ও নাটকীয়’ বলে মন্তব্য করছেন।
বিষয়টি নিশ্চিত করে ইদিলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রহমান বলেন, ‘লোকমুখে শুনেছি, হৃদয় মিয়া দুধ দিয়ে গোসল করেছেন। এটি তার ব্যক্তিগত বিষয় হলেও এমন ব্যতিক্রমী আয়োজন এলাকায় আগ্রহের জন্ম দিয়েছে।’
আপনার মতামত লিখুন :