রাজধানী ঢাকায় আগামীকাল শনিবার (১৯ জুলাই) উল্লেখযোগ্য বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তবে বাতাসে আর্দ্রতা বেশি থাকায় দিনজুড়ে ভ্যাপসা গরম অনুভূত হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
শুক্রবার (১৮ জুলাই) রাতে আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক জানান, ‘শনিবার বৃষ্টি হওয়ার সম্ভাবনা খুবই কম। কোথাও কোথাও সামান্য ছিটেফোঁটা বৃষ্টি হতে পারে, তবে তা দীর্ঘস্থায়ী হবে না।’
তিনি বলেন, ‘আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। বাতাসে প্রচুর আর্দ্রতা থাকায় গরমের তীব্রতা বেশি লাগবে এবং অস্বস্তিকর ভ্যাপসা আবহাওয়া বিরাজ করতে পারে।’
আবহাওয়া অফিস আরও জানিয়েছে, আগামী কয়েক দিন রাজধানীসহ দেশের বেশিরভাগ স্থানে তীব্র বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, তবে বর্ষাকালীন হালকা ও অনিয়মিত বৃষ্টি কোথাও কোথাও হতে পারে।
আপনার মতামত লিখুন :