আজ বৃহস্পতিবার (১৭ জুলাই) দেশের দুই অঞ্চলে ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সকাল থেকে আবহাওয়ার পরিবর্তন লক্ষ করা যেতে পারে বলে পূর্বাভাসে সতর্ক করা হয়েছে। বিশেষ করে ময়মনসিংহ ও সিলেট অঞ্চলে ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। সঙ্গে থাকবে বজ্রসহ বৃষ্টিও।
এমন পরিস্থিতিতে ওই অঞ্চলের নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। এই সতর্কতা বলবৎ থাকবে বৃহস্পতিবার ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত। অর্থাৎ দুপুরের আগেই ঝড়-বৃষ্টির প্রকোপ বাড়তে পারে।
আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির স্বাক্ষরিত পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। পূর্বাভাসে বলা হয়, দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে আসা বায়ুর গতিবেগ বৃদ্ধি পাচ্ছে, যা স্থানীয় আবহাওয়ার ওপর তাৎক্ষণিক প্রভাব ফেলতে পারে। ফলে নদী ও নৌপথে চলাচলে বিশেষ সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।
এদিকে দেশের সার্বিক আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, আজ ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু এলাকায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে।
এ ছাড়া দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ভারি বৃষ্টিপাতেরও সম্ভাবনা রয়েছে। ফলে যেসব এলাকায় নিম্নাঞ্চল রয়েছে, সেখানে জলাবদ্ধতার ঝুঁকিও তৈরি হতে পারে বলে মনে করছেন আবহাওয়াবিদরা।
সারা দেশে দিনের ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে বলে জানানো হয়েছে ১২০ ঘণ্টার দীর্ঘমেয়াদি পূর্বাভাসে। তবে কিছু এলাকায় বাতাসে আর্দ্রতা বেড়ে অস্বস্তিকর গরম অনুভূত হতে পারে।
আপনার মতামত লিখুন :